Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Urfi Javed: পুরুষসঙ্গী ছেড়ে এবার মহিলা? উরফির ঘনিষ্ঠ ভিডিয়ো ফাঁস হতেই প্রশ্ন

Urfi Javed: উরফি জাভেদ সমকামী? নাকি তিনি উভকামী? সোশ্যাল মিডিয়া সেনসেশনের সাম্প্রতিক এক ভিডিয়ো দেখে প্রশ্ন তুলে দিলেন সাধারণ। শুধু প্রশ্নই নয়, একই সঙ্গে শুরু হল তুমুল নিন্দেও। গায়ে নেই একটা সুতোও। সেই অবস্থাতেই উরফিকে লাগাতার চুম্বন করে যাচ্ছে দুই নারী!

Urfi Javed: পুরুষসঙ্গী ছেড়ে এবার মহিলা? উরফির ঘনিষ্ঠ ভিডিয়ো ফাঁস হতেই প্রশ্ন
মহিলার সঙ্গে উরফির ঘনিষ্ঠ ভিডিয়ো হল ফাঁস!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 2:58 PM

উরফি জাভেদ সমকামী? নাকি তিনি উভকামী? সোশ্যাল মিডিয়া সেনসেশনের সাম্প্রতিক এক ভিডিয়ো দেখে প্রশ্ন তুলে দিলেন সাধারণ। শুধু প্রশ্নই নয়, একই সঙ্গে শুরু হল তুমুল নিন্দেও। গায়ে নেই একটা সুতোও। সেই অবস্থাতেই উরফিকে লাগাতার চুম্বন করে যাচ্ছে দুই নারী! হ্যাঁ, এরকমই এক ভিডিয়োই সামনে এসেছে। উরফির আজগুবি পোশাক পরার ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি ঊর্ধ্বাঙ্গে সুতোটুকুও না পরে উরফি ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। সারা দেহে চুমুর দাগ! কীভাবে হল, কে দিল– এই সব নিয়েই যখন হচ্ছে প্রশ্ন, তখন সামনে এল চুমুর নেপথ্যের কারণ! লাল লিপস্টিক পরে দুই মহিলাই ক্রমাগত চুমু দিয়ে যাচ্ছিলেন তাঁকে। সারা শরীর তো বটেই, বাদ গেল না তাঁর স্তনও। সেই ভিডিয়ো সামনেই আসতেই উরফিকে তুলোধনা।

নেটিজেনদের দাবি, ‘সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী তিনিই’! একজন লেখেন, “লজ্জা লাগে আপনাকে দেখে। আপনার লাগে না? আপনার বাবা-মা বা পরিবারের অন্য কেউ সামাজিক মাধ্যমে নেই? তাঁরা কি দেখেন না? কিছু বলেন না?” আর একজন লেখেন, “এতদিন পুরুষ সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছবি দিতেন, এবার মহিলা! আপনি সমকামী নাকি উভকামী? আপনাকে দেখেই খারাপ লাগছে। ছিঃ!”

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

তবে ট্রোলিংকে আর কবেই বা পাত্তা দিয়েছেন উরফি? অতীতে তাঁর নামে দায়ের হয়েছে একাধিক এফআইআর। তবে তিনি বাঁচেন তাঁর শর্তে। বারেবারেই বলেছেন, “না পছদন হলে আমার ভিডিয়ো দেখবেন না। কেউ জোর করেননি। সামাজিক মাধ্যম সকলের। এখানে কে কী ধরনের ভিডিয়ো দেবে তা তার একান্ত নিজস্ব। কেউ ঠিক করে দিতে পারে না। আর ঠিক করে দিলেই শুনতে হবে এমন কোনও বাধ্যবাঁধকতা নেই।”