উরফি জাভেদ, বর্তমানে নিজের ফ্যাশনের জন্য যিনি সর্বদাই থাকেন লাইম লাইটে। একের পর এক ছবি ঘিরে বির্তক তুঙ্গে। কখনও বেশি খোলামেলা পোশাকের তোপ, তখনও আবার অবাক করা স্টাইল স্টেটমেন্ট। এক কথায় বলতে গেলে ঝড় তোলে সাধারণ মানুষের মনে। আর তাঁর এই অদ্ভূত ফ্যাশনই এখন লাইম লাইটে। আর এবার যে পোশাক পরলেন উরফি, তা দেখতে রীতিমত ভিড় জমে গেল নেট দুনিয়ার পাতায়। ভিডিয়ো সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল। দূর থেকে বোঝা দায়, যে ঠিক কেমন পোশাক পরে রয়েছেন উরফি। ভক্তদের মনে যাতে কোনও প্রশ্ন না থাকে, তার জেরেই এবার উরফি নিজেই দেখিয়ে দিলেন ঠিক কী দিয়ে তৈরি এই পোশাক।
না, কোনও ছুঁচ সুঁতো নয়, বা কোনও কাপড়ের প্রয়োজন হয়নি। কেবল সেফটিপিন দিয়ে তৈরি করে ফেলেছেন তিনি আস্ত একটি নেটের ওয়ানপিস। যার ভেতর দিয়ে শরীর পুরো স্পষ্ট। কেবল অন্তর্বাসে ঢাকা গোপনাঙ্গ। এরপর পোজ় দিয়ে তা সকলের সামনে তুলে ধরলেন তিনি। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া ছবিতে পরতে-পরতে কমেন্ট বক্সে উঠে এলো নানা মন্তব্য। আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার তিনি। উরফিকে কেন্দ্র করে একটি পোশাক বিতর্ক কমতে না কমতেই পরবর্তী এসে হাজির।
প্রতিটা মুহূর্তে নিজের লুক থেকে শুরু করে পোশাক নিয়ে এতটাি সচেতন তিনি, তবে সমাজ কী বলছে, কে কীভাবে তাঁকে ছোট করার চেষ্টা করছে, সেই প্রসঙ্গে খুব একটা মন্তব্য করতে পছন্দ করেন না বিগ বস স্টার। বরং উরফি এভাবেই চান লাইম লাইটে থাকতে। তাঁর এই পোশাক দেখে এবার মুখ বন্ধ রাখতে পারল না নেট দুনিয়া। কেউ বলে বসলেন ১০০ শতাংশ মানসিক কেস, কেউ আবার বলে বসলের মদ্যপান করে কি পোশাক নির্বাচন করেন! ঝড়ের গতীতে ছড়িয়ে পড়া ভিডিয়ো ঘিরে এখন ভক্তমাঝে উত্তেজনার পারদ এক কথায় তুঙ্গে।
আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড
আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা