‘ওর বাড়িতে গিয়ে দেখি…’, পুনমের ‘মৃত্যু’ নিয়ে বিস্ফোরক বয়ান দেহরক্ষীর

Poonam Pandey: প্রসঙ্গত, এ দিন সকালে পুনমের পিআর টিমের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল তাতে লেখা হয়, "এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর।"

'ওর বাড়িতে গিয়ে দেখি...', পুনমের 'মৃত্যু' নিয়ে বিস্ফোরক বয়ান দেহরক্ষীর
পুনম পাণ্ডে।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2024 | 2:40 PM

পুনম পাণ্ডে কি আদপে মৃত? সকাল থেকে এই নিয়ে চলছে বিস্তর আলোচনা। তাঁর পিআর টিম দাবি করেছে,  গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই নাকি সারভাইকাল ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অন্যদিকে কিছু সূত্রের দাবি, অতিরিক্ত মাত্রায় মাদক নেওয়ার কারণে নাকি মৃত্যু হয়েছে তাঁর। পাশাপাশি অনেকে এ-ও বলছেন, আদপে নাকি মারাও যাননি পুনম। সবটাই আদপে গিমিক। এই সব নিয়েই যখন চলছে আলোচনা তখন বিস্ফোরক মন্তব্য পুনমের ১১ বছরের দেহরক্ষী আমিন খান।

ETimes-কে দেওয়া বয়ানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি না। আমি ওর বোনকে ফোন করার চেষ্টা করছি। কিন্তু কিছুতেই ফোন ধরছে না। আমি মিডিয়া থেকে সবটা জানতে পারছি।” তিনি আরও যোগ করেন, “গত মাসের ৩১ তারিখেও আমি ওর সঙ্গে ছিলাম। রোহিত বর্মার সঙ্গে ফটোশুট করি। একদিনের মধ্যে কী করে এমন হল?” তিনি জানান, সম্প্রতি তিনি তাঁর বাড়িতেও গিয়েছেন। কিন্তু ক্যানসার যে হয়েছে এমন কোনও আভাস পাননি। তিনি আরও যোগ করেন, “কিছু দিন আগে গোয়াতেও গিয়েছিলাম। ওকে তো ফিটই লেগেছিল। আমি শুধু চাই, ওর বোন আমায় সত্যিটা বলুক।”

প্রসঙ্গত, এ দিন সকালে পুনমের পিআর টিমের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল তাতে লেখা হয়, “এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর। ওঁর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, প্রত্যেককেই ভালবেসেছিলেন পুনম। এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের। অনুরোধ করা হচ্ছে, সকলে এই সময়টা আমাদের একা ছেড়ে দিন।”