AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখার আর্জিতে এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থে মামলা

এই ছবি মুক্তির আগে থেকেই কলকাতার বুকে নানাভাবে বাধাপ্রাপ্ত হয়। ছবির ট্রেলার লঞ্চ থেকে শুরু করে ছবি মুক্তি, বাংলার বুকে এই ছবি কেন জায়গা করতে পারে না, তা নিয়ে প্রশ্ন উঠতে দেখা যায় একাধিকবার। তবে এবার ছবি দেখার জন্যে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন এই ব্যক্তি।

'দ্য বেঙ্গল ফাইলস' দেখার আর্জিতে এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থে মামলা
| Edited By: | Updated on: Sep 16, 2025 | 3:25 PM
Share

বহুল চর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে এবার আইনি পদক্ষেপ পশ্চিমবঙ্গে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি কেন দেখা যাবে না বাংলায়? এবার রাজ্যের সমস্ত সিনেমা হলে ছবিটির মুক্তি নিশ্চিত করতে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাই কোর্টে। মামলা করেছেন নদিয়া জেলার সায়ন কংসবণিক নামে এক ব্যক্তি। এই ছবি মুক্তির আগে থেকেই কলকাতার বুকে নানাভাবে বাধাপ্রাপ্ত হয়। ছবির ট্রেলার লঞ্চ থেকে শুরু করে ছবি মুক্তি, বাংলার বুকে এই ছবি কেন জায়গা করতে পারে না, তা নিয়ে প্রশ্ন উঠতে দেখা যায় একাধিকবার। তবে এবার ছবি দেখার জন্যে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন এই ব্যক্তি।

আবেদনকারীর যুক্তি, সেন্সর বোর্ড (CBFC) কর্তৃক ছাড়পত্রপ্রাপ্ত পাওয়া কোনও ছবি দেখা নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার। সেই ছবি রাজ্যের কোথাও মুক্তি না পাওয়া মানে মতো প্রকাশ ও সংস্কৃতির আনন্দ নেওয়ার অধিকারকে খর্ব করা। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দেশের অন্যান্য রাজ্যে যেখানে কোনও প্রতিবন্ধকতা ছাড়াই এই ছবি চলছে, সেখানে শুধুমাত্র বাংলায় ছবির প্রদর্শন না হওয়া আইনবিরুদ্ধ।

উল্লেখ্য মামলায় আরও বলা হয়েছে, ছবি না দেখেই কিছু মহলের আপত্তি তোলা শিল্প বিরোধী। আবেদনকারীর হয়ে সওয়াল করছেন আইনজীবী সৌমেন্দু মুখোপাধ্যায় ও নিকুঞ্জ বার্লিয়া।

উল্লেখ্য, এর আগে গোপাল মুখোপাধ্যায়ের নাতি ইতিহাস বিকৃতির অভিযোগে হাই কোর্টে আবেদন করলেও, বিচারপতি সেই মামলা খারিজ করে দেন। তবে এবার বিষয়টি নিয়ে আরও বিস্তৃত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই আর্জি নিয়ে পথেও নেমেছেন একশ্রেণি। এখন দেখার, আদালতের নির্দেশ মিললে এই ছবি আদপে বাংলার বুকে জায়গা করে নিতে পারে কি না। তবে আদালত কবে রায় মিলবে, তার অপেক্ষায় এখন সিনে-প্রেমীরা।