‘তুমি এই পুরস্কারের যোগ্য নও…’, জাতীয় পুরস্কার নিয়ে কী বললেন রানি?
রানির এই স্বীকৃতি কেবল তাঁর কেরিয়ারের এক মাইলফলক। বিশেষ করে রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান একসঙ্গে যখন এই পুরস্কার হাতে তুলে নিয়েছিলেন, তখনই নস্ট্যালজিয়ায় ভেসেছিলেন অনুরাগীরা। এত বছর কাজ করার পর এই প্রাপ্তী তাঁদের জীবনে এক ভিন্ন মাত্রা এনে দেন।

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-ছবির জন্য। দিল্লির রাষ্ট্রপতি ভবনে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেই সম্মান গ্রহণ করেন তিনি। এক পডকাস্টে রানি জানান, এই পুরস্কার পাওয়া তাঁর কাছে এক আবেগঘন মুহূর্ত। তিনি বলেন, “তিন দশক পরে এই পুরস্কার পাওয়াটা বিশেষ মুহূর্ত। সারা দেশজুড়ে আমাদের জন্য মানুষ প্রার্থনা করেছে, সমর্থন করেছে। শাহরুখও এই বছর প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছে। সেই অনুভূতিটাই সবচেয়ে আনন্দের।”
রানি আরও বলেন, “যখন কেউ বলে, ‘তুমি এই পুরস্কারের যোগ্য নও’, তখন সেই পুরস্কারের আর কোনও মূল্য থাকে না। কিন্তু যখন মানুষ বলে, ‘তুমি এটা ডিজার্ভ করো’, তখনই তার প্রকৃত মূল্য পাওয়া যায়। সেটাই আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়।”
পুরস্কার অভিনেতাদের কাছে আদৌ গুরুত্বপূর্ণ কি না, সে প্রসঙ্গে রানি বলেন, “সবকিছুই গুরুত্বপূর্ণ। আমি দর্শকদের জন্য কাজ করি, তাঁদের খুশি করতে চাই। আমি যখন পুরস্কার পাই, তখন আমার দর্শকরাও গর্বিত হয়। তাঁদের মুখে হাসি ফুটে। তাই পুরস্কার আমার কাছে শুধু নিজের নয়, আমার ভক্তদের জন্যও বিশেষ।”
রানির এই স্বীকৃতি কেবল তাঁর কেরিয়ারের এক মাইলফলক। বিশেষ করে রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খান একসঙ্গে যখন এই পুরস্কার হাতে তুলে নিয়েছিলেন, তখনই নস্ট্যালজিয়ায় ভেসেছিলেন অনুরাগীরা। এত বছর কাজ করার পর এই প্রাপ্তী তাঁদের জীবনে এক ভিন্ন মাত্রা এনে দেন। একইভাবে আবেগে ভেসেছিলেন শাহরুখ খান। ধন্যবাদ জানিয়েছিলেন তাঁর দর্শকদের।
