ঋত্বিকের মাথায় চুল নেই বলে খোঁচা, ট্রোলারকে ধুয়ে দিলেন অভিনেতা
লক্ষণীয় হৃতিক রোশনের একটি হাতে ছ' টি আঙুল রয়েছে। হৃতিক যখন সিনেমা করতে শুরু করেন, তখন প্রথম ছবিতে এই আঙুল লুকিয়ে রেখে শুটিং করেছিলেন। তবে পরের ছবি থেকে এই বাড়তি আঙুল জনসমক্ষে আনতে দ্বিধা করেননি। সেই সূত্র টেনেই ঋত্বিক এমন কড়া জবাব দিয়েছেন।

সদ্য মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘মৃগয়া’। সেখানে ঋত্বিক চক্রবর্তীর অ্যাকশন দেখে মুগ্ধ দর্শকদের একাংশ। কেউ ঋত্বিকের অ্যাকশন দেখে বলছেন রজনীকান্তের কথা মনে পড়ে যাচ্ছে। আবার কারও বক্তব্য, হৃতিক রোশন যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন, তখন দেখলে যে উন্মাদনা হয়, ঋত্বিক চক্রবর্তীকে বড়পর্দায় দেখেও সেই পর্যায়ের উত্তেজনা হচ্ছে।
তবে এরই মধ্যে ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেতা। একজন সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ”মাথায় চুল থাকলে পুরো হৃতিক রোশন লাগত।” ঋত্বিক এই মন্তব্য এড়িয়ে যাননি। বরং অভিনেতা উত্তর দিয়েছেন, ”আপনি যা কুচুটে, তাতে চুল থাকলে লিখতেন হাতের আঙুল কম আছে।” টলিপাড়ার অনেকেই ঋত্বিক চক্রবর্তীর দেওয়া এই মোক্ষম জবাবটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
আসলে অভিনেতা-অভিনেত্রীদের ট্রোল করা এখন কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁরা যতই ভালো কাজ করুন, যতই সফল হন, খুঁত খুঁজে বের করার ব্যাপারে সিদ্ধহস্ত কিছু মানুষ। দিনের পর দিন যাঁরা নেগেটিভ মন্তব্য করেন, তাঁদের মুখে ঝামা ঘষে দেওয়ার মতো জবাব দেওয়া প্রয়োজন বলে মনে করে টলিপাড়ার একাংশ। ঋত্বিক চক্রবর্তী সেই কাজটাই করলেন, এমন মনে করছেন অনেকে।
লক্ষণীয় হৃতিক রোশনের একটি হাতে ছ’ টি আঙুল রয়েছে। হৃতিক যখন সিনেমা করতে শুরু করেন, তখন প্রথম ছবিতে এই আঙুল লুকিয়ে রেখে শুটিং করেছিলেন। তবে পরের ছবি থেকে এই বাড়তি আঙুল জনসমক্ষে আনতে দ্বিধা করেননি। সেই সূত্র টেনেই ঋত্বিক এমন কড়া জবাব দিয়েছেন।
