চলে যাচ্ছেন অঙ্গনা, সিদ্ধান্ত নিতেই রোহনের মুখে পেনকিলারের কথা!
Rohan-Angana: সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন অঙ্গনা রায়। না, 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকে আর দেখা যাবে না তাঁকে। আর দেখা যাবে না রোহন ও অঙ্গনার খুনসুটি। মন খারাপ ভক্তদেরও।
সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন অঙ্গনা রায়। না, ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে আর দেখা যাবে না তাঁকে। আর দেখা যাবে না রোহন ও অঙ্গনার খুনসুটি। মন খারাপ ভক্তদেরও। সহ অভিনেতা রোহন ভট্টাচার্যও কি একই পথের পথিক? অন্তত তাঁর পোস্ট দেখে এমনটাই ধারণা নেটনাগরিকদের। অঙ্গনার সঙ্গে নানা মুডে কয়েকটি ছবি শেয়ার করে রোহন লিখেছেন, “আমি ও আমার পেনকিলার”। এখানেই শেষ নয়, রোহন আরও লেখেন, “বাঘিনী তুমি দ্রুত সুস্থ হয়ে ফিরে এস।” পাল্টা উত্তর দিয়েছেন অঙ্গনাও। দিয়েছেন ভালবাসায় ভরা বেশ কয়েকটি ইমোজিও।
রোহন যে অঙ্গনার নেহাত সহকর্মী নন, সে কথা জানেন সকলেই। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই তাঁদের মধ্যে গড়ে উঠেছে বিশেষ বন্ধুত্ব। যদিও এই বন্ধুত্বকে এখনই নাম দিতে নারাজ তাঁরা। তবে পারিবারিক অনুষ্ঠান হোক বা পার্টি– একসঙ্গেই দেখা যায় তাঁদের। অঙ্গনার জায়গায় ওই ধারাবাহিকে আসতে চলেছেন অভিনেত্রী রুকমা রায়। রুকমা ও রোহনের সম্পর্কের সমীকরণ কতটা জমে, কতটা আপন করে নেন দর্শক, এখন সেটাই দেখার।
View this post on Instagram
এর আগে সৃজলা গুহের সঙ্গে সম্পর্কে ছিলেন রোহন। লিভইন করতেন তাঁরা। তবে শোনা যায়, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে অকালেই স্তব্ধ হয়ে গিয়েছিল সবটা। এর বেশ কিছু সময় পর রোহনের জীবনে আসেন অঙ্গনা। অঙ্গনার শরীর ভাল নেই এই মুহূর্তে সেই কারণেই ধারাবাহিক ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেই জানিয়েছেন, চিকিৎসক আপাতত দু সপ্তাহ মতো বিশ্রামে থাকতে বলেছে তাঁকে। ধারাবাহিকের ব্যস্ত রুটিনে লিড অভিনেত্রীকে এই সময় দেওয়া সম্ভব নয়। অগত্যা রুকমার এন্ট্রি। টিআরপিতে এমনিও ভাল জায়গায় নেই ওই ধারাবাহিক। রুকমার আগমনে ফল কেমন হয়, তা জানতে উৎসুক সকলেই।