ঠাকুরপুকুর দুর্ঘটনায় তোলপাড় টলিউড, রাত থেকে কী ঘটে, মুখ খুললেন স্যান্ডি সাহা
স্যান্ডির দাবি, ''দক্ষিণ কলকাতার শপিং মলের একটা পাবে আমরা পার্টি করছিলাম। পার্টি শেষ হওয়ার পর ঠিক করি আরিয়ানের (ভৌমিক) বাড়িতে পার্টি হবে। যেহেতু পরদিন শুটিং ছিল। শুটিং ফ্লোর আরিয়ানের জোকার বাড়ি থেকে কাছে। আমরা একসঙ্গে পার্টি করলেও, বাকিরা আমাদের গাড়িতে ছিল না।''

রবিবার সকাল থেকে ঠাকুরপুকুরে একটা বিরাট দুর্ঘটনা ঘিরে তোলপাড় টলিপাড়া। রবিবার সকালে খবর ছড়ায়, সকাল ৯টার সময়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি গাড়ি কয়েকজন পথচারীদের আচমকা ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই শোনা যায় ওই গাড়ি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো। গাড়িতে বাকি কারা ছিলেন তা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। শোনা যায়, সান বাংলার কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু, ঋতুপর্ণা সেন, ভিক্টো সকলেই নাকি ছিলেন গাড়িতে। উঠে আসে আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহার নামও। ঠিক কী ঘটেছিল? TV9 বাংলার কাছে মুখ খুললেন স্যান্ডি সাহা। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকের অভিনেতা স্যান্ডির দাবি, ”দক্ষিণ কলকাতার শপিং মলের একটা পাবে আমরা পার্টি করছিলাম। পার্টি শেষ হওয়ার পর ঠিক করি আরিয়ানের (ভৌমিক) বাড়িতে পার্টি হবে। যেহেতু পরদিন শুটিং ছিল। শুটিং ফ্লোর আরিয়ানের জোকার বাড়ি থেকে কাছে। আমরা একসঙ্গে পার্টি করলেও, বাকিরা আমাদের গাড়িতে ছিল না। আমি আরিয়ানের গাড়িতে ছিলাম। আরিয়ানের গাড়ি ড্রাইভার চালাচ্ছিলেন। আর অন্য একটা গাড়িতে ঋদি (ঋতুপর্ণা সেন), শ্রিয়াদি (শ্রিয়া বসু, ‘সান বাংলা’র কার্যনির্বাহী প্রযোজক) আর ভিক্টোদা ছিল। ভিক্টোদা গাড়ি চালাচ্ছিল।”
স্যান্ডি আরও জানান, ৬ এপ্রিল শুটিং থাকায় আরিয়ান আর স্যান্ডি সরাসরি চলে যান শুটিংয়ে। শুটিংয়ে যাওয়ার আগে স্যান্ডি সকালে ঘুমোচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন ঋ পাঁচবার ফোন করেছেন। তখন তিনি বুঝতে পারেননি, ঋ কেন ফোন করেছেন। তারপর শ্রিয়ার মায়ের তরফে ফোন পান স্যান্ডি। স্যান্ডি যোগ করলেন, ”পরে ঋদির সঙ্গে আমার কথা হয়েছে। হয়তো মানসিকভাবে বিপর্যস্ত আছে বলেই চ্যানেলের ফোন ধরতে পারেননি। এত বড় একটা ট্রমা, খুব দুঃখজনক একটা ঘটনা। একজন ব্যক্তি মারা গিয়েছেন। যেহেতু আগের দিন আমরা একসঙ্গে পার্টি করেছি, অনেকেই জানতে চাইছেন, আমি ওই গাড়িতে ছিলাম কিনা। আমি ওই গাড়িতে ছিলাম না।”





