ঠিক যেন আরিয়ানের সিরিজ, ফিল্মফেয়ার মঞ্চে এমন কী ঘটে গেল?
শনিবার ফিল্মফেয়ারের মঞ্চে সেই একই ছবি দেখা গেল। কাকতালীয়ভাবে বাস্তবেও প্রায় একইরকম আবহ তৈরি হল। প্রথম ছবির জন্যে লক্ষ্য প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার পেল। মঞ্চে দাঁড়িয়ে সেই মুহূর্তে গর্বের সঙ্গে স্পিচ দিলেন তিনি আর ঠিক ছবির মতোই শাহরুখ খান একপাশে দাঁড়িয়ে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাঁর দিকে।

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর সন্ধ্যায় এই বিশেষ মুহূর্ত যেন রিল থেকে উঠে এল রিয়েল জীবনে। লক্ষ্য তাঁর অভিনীত প্রথম ছবি ‘কিল’-এর জন্য জিতেছেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার। পুরস্কার ঘোষণা করেন অক্ষয় কুমার। মঞ্চে ওঠার পর লক্ষ্যকে শাহরুখ খান জড়িয়ে ধরে অভিনন্দন জানান। শাহরুখ এদিনের ফিল্মফেয়ার সঞ্চালনার দায়িত্বে ছিলেন। সেই মুহূর্তেই দর্শকদের চোখে ভেসে ওঠে যে দৃশ্য সকলের কথায়, তা তাঁরা আগে যেন কোথায় দেখেছেন।
এই অনন্য মিল খুঁজে পাওয়া গেল শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যডস অব বলিউড’-এ। সেখানে লক্ষ্যই অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র আসমান সিং-এর ভূমিকায়, গল্পে যার প্রথম ছবি Revolver। সিরিজের শেষ পর্বে FilmFirst Awards-এ আসমান সেরা অভিনেতার পুরস্কার জিতে নেয় এবং মঞ্চে তাঁকে পুরস্কার তুলে দেন শাহরুখ খান, বাদশা সেখানে নিজেই নিজের ভূমিকায় অভিনয় করেছেন। আবেগঘন সেই দৃশ্যে দেখানো হয়, আসমান মঞ্চে দাঁড়িয়ে নিজের প্রয়াত বাবাকে উৎসর্গ করেন হাতে পাওয়া প্রথম ছবির জন্যে প্রথম পুরস্কারটি, আর শাহরুখ খান তাঁর দিকে মায়াভরা চোখে তাকিয়ে থাকেন।
শনিবার ফিল্মফেয়ারের মঞ্চে সেই একই ছবি দেখা গেল। কাকতালীয়ভাবে বাস্তবেও প্রায় একইরকম আবহ তৈরি হল। প্রথম ছবির জন্যে লক্ষ্য প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার পেল। মঞ্চে দাঁড়িয়ে সেই মুহূর্তে গর্বের সঙ্গে স্পিচ দিলেন তিনি আর ঠিক ছবির মতোই শাহরুখ খান একপাশে দাঁড়িয়ে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাঁর দিকে। এই রিল-রিয়েলের অসাধারণ মিল দেখে মুগ্ধ হয়েছেন দর্শক ও নেটিজেনরা। অনেকেই বলছেন, “সিনেমার জাদু যখন বাস্তব জীবনে ধরা দেয়, তখন তা সত্যিই স্মরণীয় মুহূর্ত তৈরি করে।”
