বিলিয়ন ক্লাবে শাহরুখ খান, বিশ্বের তাবড়-তাবড় অভিনেতাদের ফেললেন পিছনে
শাহরুখ খানের আয় শুধুমাত্র সিনেমা থেকে নয়। তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment), VFX স্টুডিও, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, আন্তর্জাতিক বিজ্ঞাপন চুক্তি ও দুবাই-সহ বিদেশে একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।

বলিউডের কিং-এর অনুরাগীদের জন্যে খুশির খবর। ভারতের বুকে নয়, এবার গোটা বিশ্বে রাজ শাহরুখ খানের। আনুষ্ঠানিকভাবে বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করলেন তিনি। সদ্য প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, ৩৩ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করে তিনি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৪৯০ কোটি টাকা।
এই তালিকায় শাহরুখ খান পেছনে ফেলে দিয়েছেন টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার ও জেরি সিনফেল্ড (প্রত্যেকে ১.২ বিলিয়ন ডলার) এবং সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)-এর মতো বিশ্ববিখ্যাত তারকাদের।
হুরুন তালিকায় বলিউডের ধনীতম ব্যক্তিদের মধ্যে শাহরুখ খানের পরেই আছেন জুহি চাওলা ও তাঁর পরিবার (৭,৭৯০ কোটি), হৃতিক রোশন (২,১৬০ কোটি), করণ জোহর (১,৮৮০ কোটি) এবং অমিতাভ বচ্চন (১,৬৩০ কোটি)।
তবে শাহরুখ খানের আয় শুধুমাত্র সিনেমা থেকে নয়। তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment), VFX স্টুডিও, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, আন্তর্জাতিক বিজ্ঞাপন চুক্তি ও দুবাই-সহ বিদেশে একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
২০২৫ সাল শাহরুখের জন্যে সত্যি বিশেষ। এই বছরই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে সম্মানিত হয়েছেন—কেরিয়ারের ৩৩ বছরে এ প্রাপ্তী প্রথমবার। এ ছাড়াও, তাঁর পুত্র আরিয়ান খান-ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছেন এবং নিজের এক পোশাকের ব্র্যান্ডও খুলে জনপ্রিয় হয়ে উঠেছেন। শাহরুখ খানের এই প্রাপ্তী এখন তাঁর অনুরাগীদের কাছে সেলিব্রেশন। বয়স তাঁর কাছে একটি সংখ্যা মাত্র। অ্যাকশনে এই বয়সেও তিনি যেভাবে ঝড় তুলছেন, তাতে বোঝাই যায়, বলিউডকে এখনও তাঁর অনেক কিছু চমক দেওয়ার বাকি।
