AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের বাড়ির নতুন কাজ অবৈধ! অবশেষে কী রায় মিলল?

৭ নভেম্বর, ২০২৪-এ বৃহণ্মুম্বই পুরসভার (BMC) কাছ থেকে শাহরুখ খানের পক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। ওই জমি আবাসিক অঞ্চলের মধ্যে পড়ে, ফলে আইনিভাবে বাড়িটির সংস্কার ও সম্প্রসারণের পথে কোনও সমস্যা আসার কথা নয়। তাই ঘটল।

শাহরুখের বাড়ির নতুন কাজ অবৈধ! অবশেষে কী রায় মিলল?
| Edited By: | Updated on: Sep 23, 2025 | 4:12 PM
Share

মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর সংস্কার প্রকল্প নিয়ে পরিবেশ সংক্রান্ত এক মামলায় ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (NGT) রায় এবার দিল গ্রিন সিগন্যাল। কিছু দিন আগেই মন্নত থেকে শাহরুখ খান গোটা পরিবার নিয়েই সরে গিয়েছিলেন। শোনা গিয়েছিল দুই বছরের জন্যে বাড়ির কিছু কাজ চলবে। তবে সেই কাজেই বাধা সৃষ্টি করেছিল উক্ত অভিযোগ। পরিবেশকর্মী সন্তোষ দাউন্ডকার অভিযোগ করেছিলেন, এই কাজের অনুমোদনের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি করেছে। তবে বিচারপতি দিনেশ কুমার সিং এবং ড. বিজয় কুলকর্ণির নেতৃত্বাধীনে ট্রাইবুনাল স্পষ্ট জানিয়ে দিল, অভিযোগে কোনও ‘উল্লেখ্য যুক্তি’ নেই—এই মর্মেই অভিযোগ খারিজ করা হয়েছে বলে খবর।

ট্রাইবুনাল জানায়, ‘মননাত’-এর প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা উপকূলীয় নিয়ন্ত্রণ বিধি (CRZ) বিজ্ঞপ্তির আওতায় অনুমোদিত। তাই এই কাজের জন্যে যে ছাড়পত্র দেওয়া হয়েছে, তা শর্ত অনুযায়ী বৈধ।

সংস্কারের মূল বিষয়টি হল বাড়ির উপরে আরও দু’টি তলা (সপ্তম ও অষ্টম) নির্মাণ, যা একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট হিসেবে রাখতে চান শাহরুখ। বর্তমানে ষষ্ঠ তলার উপরে তৈরি হবে এই তলা দুটি, যেগুলি বাড়ির ভিতরে সিঁড়ি দিয়ে সংযুক্ত থাকবে। ‘মন্নত’ বর্তমানে ছয়তলা। সঙ্গে দুটি বেসমেন্ট ও একটি গ্রাউন্ড ফ্লোর রয়েছে। নতুন সংস্কারের পরে ভবনের উচ্চতা হবে মোট ৩৭.৫৪ মিটার।

এছাড়া ট্রাইবুনাল আরও জানায়, ৭ নভেম্বর, ২০২৪-এ বৃহণ্মুম্বই পুরসভার (BMC) কাছ থেকে শাহরুখ খানের পক্ষ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। ওই জমি আবাসিক অঞ্চলের মধ্যে পড়ে, ফলে আইনিভাবে বাড়িটির সংস্কার ও সম্প্রসারণের পথে কোনও সমস্যা আসার কথা নয়। তাই ঘটল। অবশেষে কাজ শুরু হল কিং খানের বাড়ির। বাড়ছে মন্নত-এর উচ্চতা।