নভেম্বরেই ঠান্ডায় কাবু শাহিদ কপূর

TV9 বাংলা ডিজিটাল: আবহাওয়া দফতর বলছে, শুক্রবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন ২৬ ডিগ্রি। জাঁকিয়ে শীত (Winter) বলতে যা বোঝায়, তা থেকে কয়েক যোজন দূরে। এমনিতেই সমুদ্র ঘিরে থাকা এই শহরে হাড়কাঁপান শীত পড়ে না তেমন। অথচ নভেম্বরের এই আয়েসি ঠান্ডাই কাবু করে ফেলেছে অভিনেতা শাহিদ কপূরকে (Shahid Kapoor)। আলমারি থেকে বার করে ফেলেছেন […]

নভেম্বরেই ঠান্ডায় কাবু শাহিদ কপূর
শাহিদ কপূর।
Follow Us:
| Updated on: Nov 13, 2020 | 10:38 AM

TV9 বাংলা ডিজিটাল: আবহাওয়া দফতর বলছে, শুক্রবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন ২৬ ডিগ্রি। জাঁকিয়ে শীত (Winter) বলতে যা বোঝায়, তা থেকে কয়েক যোজন দূরে। এমনিতেই সমুদ্র ঘিরে থাকা এই শহরে হাড়কাঁপান শীত পড়ে না তেমন। অথচ নভেম্বরের এই আয়েসি ঠান্ডাই কাবু করে ফেলেছে অভিনেতা শাহিদ কপূরকে (Shahid Kapoor)।

আলমারি থেকে বার করে ফেলেছেন ‘উইন্টার ওয়্যার’। পরে ফেলেছেন হুডি-ও। সেই ছবিই শেয়ার করে শাহিদ লিখেছেন, ‘উইন্টার ইজ কামিং’। অর্থাৎ কিনা শীত আসছে।জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ যাঁরা দেখেছেন, ‘উইন্টার ইজ কামিং’ বাক্য-র সঙ্গে তাঁরা পরিচিত-ই থাকবেন। উইন্টার অর্থাৎ শীতকাল সেখানে তুলনা করা হয়েছে মৃত্যুর সঙ্গে। আর তার আগমন মানেই খারাপ কিছুর শুরু। শাহিদ ‘গেম অব থ্রোনস’ ফ্যান কিনা তা জানা না গেলেও তিনি যে বেজায় শীতকাতুরে তা বুঝতে বাকি নেই ফ্যানেদের।

ছবিতে দেখা যাচ্ছে, গাল ভর্তি দাড়ি রেখেছেন শাহিদ। শাহিদের উদ্দেশে তাই এক ভক্তের কৌতূহলী প্রশ্ন, “আপনিও কি নো শেভ নভেম্বর পালন করছেন না কি?” শাহিদ জবাব দেননি। তবে তাঁর ‘উইন্টার পোস্ট’-এ কমেন্ট করেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। শাহিদের উদ্দেশে তাঁর বক্তব্য, “তোমার এই ছবি তো দেখছি উইন্টারেও ‘গরমি’ নিয়ে এল”। শুধু আলিম-ই নন, ৪০-এর কোঠাতেও শাহিদ যে ‘হট’ তা কমেন্ট বক্সে ফায়ার ইমোজির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন শাহিদের ফ্যানেরাও।

দিন কয়েক আগে প্রকাশ্যেই ইনস্টা কমেন্ট সেকশনে স্ত্রী মিরার সঙ্গে খুনসুটিতে মজেছিলেন শাহিদ। মীরা তাঁর দুই সন্তানের সঙ্গে খেলার ভিডিয়ো শেয়ার করেছিলেন। শাহিদ কমেন্ট করেন, “কেউ ভাববেই না তুমি দুই বাচ্চার মা। এত কম বয়স হলে যা হয়…”। শাহিদ এবং মীরার বয়সের ফারাক ১৩ বছর। শাহীদ ৩৯। মীরা ২৬। প্রেমের বিয়ে হয়নি তাঁদের, বরং প্রেম হয়েছে বিয়ের পর। মেয়ে মিশা, ছেলে জৈনকে সুখের সংসার শাহিদ-মীরার।