৪২-এ মৃত্যু শেফালির, ১৫ বছর থেকে মৃগী, খিঁচুনিতে ভুগেছেন শেফালি
২৭ জুন কার্ডিয়াক অ্যারেস্টে মাত্র ৪২ বছর বয়সে শেফালির মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। মৃত্যুর দু' দিন আগে একটা ফোটোশ্যুট করেছেন শেফালি। তার ৪৮ ঘণ্টার মধ্যে কীভাবে এমন অঘটন ঘটল, তা বুঝতেই পারছেন না শেফালির অনুরাগীরা।

‘কাঁটা লাগা’ গানে নাচ। একটা গানে যে উষ্ণতা ছড়িয়েছিলেন শেফালি, তাতে দেশ-বিদেশের বহু দর্শক শেফালিকে চিনে গিয়েছিল। কিন্তু বলিউডে নিয়মিত কাজ করতে দেখা যায়নি তাঁকে। হাতেগোনা হিন্দি ছবি করেছেন , ‘বিগ বস ১৩’-র অংশ হয়েছিলেন। তবে মাঝে-মাঝেই উধাও হয়ে যেতেন রুপোলি পর্দা থেকে। কারণটা কী?
শেফালি একটা সাক্ষাত্কারে খোলসা করেছেন, ”আমার মনে পড়ে, মনের মধ্যে প্রচণ্ড চাপ অনুভব করতাম পরীক্ষায় ভালো ফল করতে হবে বলে। ১৫ বছর থেকে আমার মৃগী রোগ আছে। যে কারণে খিঁচুনি হয়। যার কারণে ডিপ্রেশন হতে পারে। আবার ডিপ্রেশনের কারণেও এই খিঁচুনি হতে পারে। একটা অন্যটার সঙ্গে জড়িত। ক্লাসরুমে, ব্যাকস্টেজে, রাস্তায় বা কোথাও হঠাত্ করে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম।”
শেফালি খোলসা করেছেন, ‘কাঁটা লাগা’ সফল হওয়ার পরেও তিনি বেশি কাজ করতে পারেননি, কারণ বহু বছর ধরে এই রোগে আক্রান্ত ছিলেন। বুঝতে পারতেন না হঠাত্ কখন খিঁচুনি হবে। খিঁচুনি হলে পারফরম্যান্সের মাঝে সামাল দেওয়া মুশকিল। রোগী দাঁত দিয়ে জিব কেটে ফেলতে পারেন, নিজেকে আঘাত করতে পারেন। সে কারণে প্রথম থেকে কাজ নেওয়ার ব্যাপারে শেফালি সতর্ক থাকতেন। পরবর্তীকালে অবশ্য এই রোগ তাঁকে আর কাবু করতে পারেনি।
২৭ জুন কার্ডিয়াক অ্যারেস্টে মাত্র ৪২ বছর বয়সে শেফালির মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। মৃত্যুর দু’ দিন আগে একটা ফোটোশ্যুট করেছেন শেফালি। তার ৪৮ ঘণ্টার মধ্যে কীভাবে এমন অঘটন ঘটল, তা বুঝতেই পারছেন না শেফালির অনুরাগীরা।
