AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shraddha Kapoor: অবশেষে প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন শ্রদ্ধা, জানেন কে?

Shraddha Kapoor on her Relationship: বরং প্রেমিককে সঙ্গে নিয়ে টুকটাক ছবি-ভিডিয়ো পোস্ট করেন শক্তিকাপুর কন্য়া। তবে এবার আর কোনও লুকোছাপা নয়, বরং ইনস্টাগ্রামে সোজাসুজি শ্রদ্ধা জানিয়ে দিলেন, তিনি মনের মানুষ পেয়ে গিয়েছেন!

Shraddha Kapoor: অবশেষে প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন শ্রদ্ধা, জানেন কে?
| Updated on: Sep 19, 2025 | 1:47 PM
Share

গুঞ্জন ছিল অনেক দিন আগে। তবে সেই গুঞ্জনকে কখনও পাত্তা দেননি শ্রদ্ধা কাপুর। বরং প্রেমিককে সঙ্গে নিয়ে টুকটাক ছবি-ভিডিয়ো পোস্ট করেন শক্তিকাপুর কন্য়া। তবে এবার আর কোনও লুকোছাপা নয়, বরং ইনস্টাগ্রামে সোজাসুজি শ্রদ্ধা জানিয়ে দিলেন, তিনি মনের মানুষ পেয়ে গিয়েছেন!

কী করেছেন শ্রদ্ধা কাপুর?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রদ্ধা কাপুর একটি ভিডিয়ো আপলোড করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে ব্য়বসায়ী রাহুল মোদীর সঙ্গে। আর সেই ভিডিয়ো পোস্ট করেই শ্রদ্ধা লিখলেন, কেই এরকম একটা মানুষ খুঁজে বার করে দাও, যে আমার সব বায়না শুনবে। এই ভিডিয়োতে রাহুল মোদীকে ট্যাগ করলেন শ্রদ্ধা কাপুর। সঙ্গে ক্য়াপশন দিলেন অ্যায়সা হট যে বলতে পারে, সেই মানুষটা কোথায় রয়েছে! এই ভিডিয়ো দেখে কিন্ত লাইকও করেছেন রাহুল মোদী।

কবে থেকে প্রেম?

২০২৪ সাল থেকেই রাহুল মোদীর সঙ্গে প্রেমের গুঞ্জন শ্রদ্ধা কাপুরের। সূত্রপাত ঘটে, পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া এক ভিডিয়ো থেকেই। যেখানে শ্রদ্ধাকে দেখা যায় রাহুল মোদীর সঙ্গে রেস্তরাঁয় ডিনার করতে। আর তারপর থেকেই বলিপাড়ায় রটে যায় শ্রদ্ধা ও রাহুলের প্রেম।

আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক

এর আগে অবশ্য শ্রদ্ধার সঙ্গে নাম জুড়েছিল অভিনেতা আদিত্য রায় কাপুরের। সেই প্রেমের গুঞ্জনকে সঙ্গে নিয়েই বক্স অফিসে সুপারহিট হয় আশিকী ২। তারপরই ভাঙে আদিত্যর সঙ্গে তাঁর সম্পর্ক। শোনা যায়, শ্রদ্ধাকে ছেড়ে আদিত্য মন দেন অনন্যা পাণ্ডেকে। তবে সে সব পুরনো কাসুন্দিকে একপাশে রেখে এবার রাহুল মোদীর সঙ্গেই তাঁর প্রেমকে সামনে আনলেন শ্রদ্ধা।