টিভি প্লাস নয়, শ্রীরামকৃষ্ণকে নিয়ে ওয়েব সিরিজ, কে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন?
'বিনোদিনী: একটা নটীর উপাখ্যান' ছবিতে রামকৃষ্ণের চরিত্রে দেখা গিয়েছে চন্দন রায় সান্যালকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় 'লহো গৌরাঙ্গের নাম রে' ছবিটা তৈরি করছেন। সেখানেও শ্রীরামকৃষ্ণের চরিত্র রয়েছে। কোন অভিনেতাকে দেখা যাবে সেই চরিত্রে, তা এখনও ঘোষণা করা হয়নি।

শ্রীরামকৃষ্ণকে নিয়ে বাংলায় ওয়েব সিরিজ তৈরির কাজ শুরু হল। পরিচালক শ্রীজিত্ রায়ের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। শ্রীরামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে সৌরভ সাহাকে। এর আগে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে সৌরভকে শ্রীরামকৃষ্ণের চরিত্রে দেখা গিয়েছিল। সারদামণি দেবী চরিত্রটি করেছিলেন সন্দীপ্তা সেন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন কোন প্রোজেক্ট আসবে, সেই হিসাব দেওয়ার সময়ে শ্রীরামকৃষ্ণকে নিয়ে প্রোজেক্টের উল্লেখ করা হয়েছিল। এখন স্পষ্ট হয়ে গিয়েছে ওয়েব সিরিজ আকারে গড়ে তোলা হচ্ছে এটি।
সৌরভ সাহা বাংলা ধারাবাহিকে শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করার পর অন্য ধারাবাহিকে কাজ করেছেন। তবে সেসব ধারাবাহিকে তিনি যে চরিত্র করেছেন, তার জনপ্রিয়তা শ্রীরামকৃষ্ণের চরিত্র করে পাওয়া জনপ্রিয়তার কাছে নিতান্তই ফিকে। ওয়েব সিরিজে টলিপাড়ার অন্য কোনও মুখ রামকৃষ্ণ রূপে আসতে পারেন কিনা, তা নিয়ে চর্চা ছিল। তবে যা দেখা গেল, মুখ বদল হচ্ছে না।
‘বিনোদিনী: একটা নটীর উপাখ্যান’ ছবিতে রামকৃষ্ণের চরিত্রে দেখা গিয়েছে চন্দন রায় সান্যালকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবিটা তৈরি করছেন। সেখানেও শ্রীরামকৃষ্ণের চরিত্র রয়েছে। কোন অভিনেতাকে দেখা যাবে সেই চরিত্রে, তা এখনও ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, এই ওটিটি প্ল্যাটফর্মে টিভি প্লাস বিভাগের একটা কনটেন্টের শুটিং হয়ে গিয়েছে টলিউডের এক নায়িকাকে নিয়ে। দ্বিতীয় কনটেন্টের শুটিং শুরু হওয়ার দিন কয়েক আগে শুটিং বাতিল করে দেওয়া হয়েছে। যদিও সিনেমা এবং টেলিভিশন দুই মাধ্যমে কাজ করেছেন, এমন এক অভিনেত্রীকে নিয়ে কনটেন্টের ঘোষণা হয়ে গিয়েছিল। তাই শ্রীরামকৃষ্ণকে নিয়ে ওয়েব সিরিজ দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় থাকলেও, শেষ অবধি সুখবর পেলেন শ্রীরামকৃষ্ণের অনুরাগীরা।





