AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে! কার সঙ্গে?

অভিমন্যু চট্টোপাধ্যায়। ডাকনাম ঝিনুক। পরিচয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে। আর ছোটটি নেই সে।

| Updated on: Jan 03, 2021 | 11:41 AM
Share
অভিমন্যু চট্টোপাধ্যায়। ডাকনাম ঝিনুক। পরিচয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে। আর ছোটটি নেই সে। টিনএজ প্রায় কাটিয়ে এখন সে রীতিমতো হ্যান্ডসাম হাঙ্ক। সম্প্রতি তাঁর প্রেমের খবর নিয়েও ইন্ডাস্ট্রি বেশ সরগরম।

অভিমন্যু চট্টোপাধ্যায়। ডাকনাম ঝিনুক। পরিচয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে। আর ছোটটি নেই সে। টিনএজ প্রায় কাটিয়ে এখন সে রীতিমতো হ্যান্ডসাম হাঙ্ক। সম্প্রতি তাঁর প্রেমের খবর নিয়েও ইন্ডাস্ট্রি বেশ সরগরম।

1 / 8
হ্যাঁ। প্রেম করছেন অভিমন্যু। অন্তত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু জানান দিচ্ছে তেমনটাই। তাঁর 'লাভ অব লাইফ' কে? কী নাম তাঁর? ঝিনুকের ইনস্টাগ্রাম বলছে তাঁর বিশেষ বান্ধবীর নাম দামিনী ঘোষ। পেশায় তিনি মডেল। তাঁর ইনস্টাগ্রাম রঙিন নানা রঙের বাহারি ছবিতে।

হ্যাঁ। প্রেম করছেন অভিমন্যু। অন্তত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু জানান দিচ্ছে তেমনটাই। তাঁর 'লাভ অব লাইফ' কে? কী নাম তাঁর? ঝিনুকের ইনস্টাগ্রাম বলছে তাঁর বিশেষ বান্ধবীর নাম দামিনী ঘোষ। পেশায় তিনি মডেল। তাঁর ইনস্টাগ্রাম রঙিন নানা রঙের বাহারি ছবিতে।

2 / 8
দামিনীর সঙ্গেই ছবি শেয়ার করে অভিমন্যু লিখেছেন, "দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি ইন লাভ"। হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন #তিনবছর। এর পরেই নেটিজেনদের প্রশ্ন, তবে কি তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা?

দামিনীর সঙ্গেই ছবি শেয়ার করে অভিমন্যু লিখেছেন, "দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি ইন লাভ"। হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন #তিনবছর। এর পরেই নেটিজেনদের প্রশ্ন, তবে কি তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা?

3 / 8
এখানেই শেষ নয়। ওই একই ছবি শেয়ার করেছেন দামিনীও। তিনি লিখেছেন, "একই মানুষের সঙ্গে নতুন একটা বছর"। সুতরাং আন্দাজ করাই যায় সম্পর্ক বেশ পুরনো।

এখানেই শেষ নয়। ওই একই ছবি শেয়ার করেছেন দামিনীও। তিনি লিখেছেন, "একই মানুষের সঙ্গে নতুন একটা বছর"। সুতরাং আন্দাজ করাই যায় সম্পর্ক বেশ পুরনো।

4 / 8
বলতেই পারেন, বন্ধুও তো হতে পারে। সে সব কনফিউশানও দূর করেছেন অভিমন্যু নিজেও। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, "লাভ ইউ ইনফিনিটি বেবি।"

বলতেই পারেন, বন্ধুও তো হতে পারে। সে সব কনফিউশানও দূর করেছেন অভিমন্যু নিজেও। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, "লাভ ইউ ইনফিনিটি বেবি।"

5 / 8
চমক আছে আরও। আস্ক এফএম বলে একটি অ্যাপে দামিনীকে যখন একজন প্রশ্ন করে, কলকাতাকে 'আনহেট' করার কারণ, তখন অভিমন্যুর সঙ্গে ছবি পোস্ট করে দামিনী লেখেন, 'কলকাতার কাউকে ভালবেসেই কলকাতাকে আনহেট করা সম্ভব'।

চমক আছে আরও। আস্ক এফএম বলে একটি অ্যাপে দামিনীকে যখন একজন প্রশ্ন করে, কলকাতাকে 'আনহেট' করার কারণ, তখন অভিমন্যুর সঙ্গে ছবি পোস্ট করে দামিনী লেখেন, 'কলকাতার কাউকে ভালবেসেই কলকাতাকে আনহেট করা সম্ভব'।

6 / 8
যদিও অভিমন্যু এবং দামিনীর ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিং থামেনি। তাঁদেরকে একসঙ্গে দেখে এক নেটাগরিকের ঝিনুকের উদ্দেশ্যে বক্তব্য, "এত রোগা!" চলেছে বডিশেমিংও। যদিও সে সবে পাত্তা দেননি তাঁরা।

যদিও অভিমন্যু এবং দামিনীর ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিং থামেনি। তাঁদেরকে একসঙ্গে দেখে এক নেটাগরিকের ঝিনুকের উদ্দেশ্যে বক্তব্য, "এত রোগা!" চলেছে বডিশেমিংও। যদিও সে সবে পাত্তা দেননি তাঁরা।

7 / 8
মাস খানেক আগে TV9 BANGLAকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন, গানবাজনা নিয়েই থাকতে ভালবাসে ঝিনুক। ভবিষ্যতে মায়ের পেশাকেই তিনি বেছে নেবেন কিনা তা জানা নেই শ্রাবন্তীর। তবে ছেলে যাই করুক না কেন মা হিসেবে সব সময় পাশে থাকবে তার, এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী।

মাস খানেক আগে TV9 BANGLAকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন, গানবাজনা নিয়েই থাকতে ভালবাসে ঝিনুক। ভবিষ্যতে মায়ের পেশাকেই তিনি বেছে নেবেন কিনা তা জানা নেই শ্রাবন্তীর। তবে ছেলে যাই করুক না কেন মা হিসেবে সব সময় পাশে থাকবে তার, এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী।

8 / 8