Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে’, বলছেন শ্রীময়ী

‘পুরাতন যে আসলে নবীন, সেটা তোমাকে ভাবতে হবে গুরু’, বলছেন কাঞ্চন। এরপর শ্রীময়ী মজা করে বলেন, ‘(কাঞ্চনের গাল টিপে আদর করে দিয়ে) এত গ্ল‍্যামার দেখুন। চকচক করছে। কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে!’ তাতে কাঞ্চন বলেন, ‘এই না না…’। বর-বউয়ের মধ‍্যে এমন খুনসুটি দেখে সেখানে উপস্থিত সকলেই মজা পেয়েছেন।

‘কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে’, বলছেন শ্রীময়ী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2025 | 12:27 PM

‘পুরাতন’ ছবির প্রিমিয়ারে একদম বাঙালি সাজে সেজে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন পরেছিলেন সাদা পাঞ্জাবি। শ্রীময়ীর সাজে ছিল সাদা-লালের ছোঁয়া। ক’দিন আগে তাঁদের মেয়ে কৃষভীর সঙ্গে আলাপ জমান নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন ছবি দেখতে পৌঁছালেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে কাঞ্চনকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাঞ্চন কখনওই ‘পুরাতন’ হচ্ছেন না, সব সময়ে নতুন, এর পিছনে কী আছে? উত্তরে শ্রীময়ী মজা করে বলেন, ‘ব‍্যাটারিতে সব সময়ে পজিটিভ আর নেগেটিভ দু’ রকম এনার্জি লাগে। দু’টো পজিটিভ হলে মুশকিল। আমি আর কাঞ্চন দুই প্রজন্ম। ওল্ড আর নিউ দু’টো মিশিয়ে যেটা তৈরি হয়েছে, সেটাই কাঞ্চন’। কাঞ্চন তখন বলেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। মনে রাখতে হবে, পুরোনো চাল ভাতে বাড়ে!’ ‘পুরাতন যে আসলে নবীন, সেটা তোমাকে ভাবতে হবে গুরু’, বলছেন কাঞ্চন। এরপর শ্রীময়ী মজা করে বলেন, ‘(কাঞ্চনের গাল টিপে আদর করে দিয়ে) এত গ্ল‍্যামার দেখুন। চকচক করছে। কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে!’ তাতে কাঞ্চন বলেন, ‘এই না না…’। বর-বউয়ের মধ‍্যে এমন খুনসুটি দেখে সেখানে উপস্থিত সকলেই মজা পেয়েছেন। লক্ষণীয়, কাঞ্চন আর শ্রীময়ী ব‍্যক্তিগত জীবনের নানা মুহূর্ত যেমন উপভোগ করছেন, তেমনই তাঁরা ব‍্যস্ত কাজ নিয়ে। ‘রক্তবীজ টু’ ছবিতে দু’ জনকেই দেখা যাবে। পুজোতে মুক্তি পাবে সেই ছবি। ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে এবার নিয়মিত দেখা যাবে শ্রীময়ীকে। সেখানে প্রধান খলনায়িকার চরিত্রে রয়েছেন শ্রীময়ী। ধারাবাহিকের প্রোমো আসতেই দর্শকদের মধ‍্যে শ্রীময়ীর কাজ দেখার উৎসাহ বাড়ছে। কাঞ্চনকে ‘সত‍্যি বলে সত‍্যি কিছু নেই’ ছবিতে সৃজিত মুখোপাধ‍্যায়ের পরিচালনায় কাজ করতে দেখা গিয়েছে সম্প্রতি।