AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কেন চলে গেলে’, কষ্টে বুক ফাটছে, কার শোকে পাথর সুদীপ্তা বক্সী?

Sudipta Banerjee: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শেষ দেখা গিয়েছে জি বাংলার ধারাবাহিক সোহাগ জলে।

'কেন চলে গেলে', কষ্টে বুক ফাটছে, কার শোকে পাথর সুদীপ্তা বক্সী?
কার শোকে পাথর সুদীপ্তা বক্সী?
| Updated on: Feb 17, 2024 | 4:26 PM
Share

এই ক্ষতি পূরণ হওয়ার নয়। এত মাস চলে গেলেও একদিনের জন্যও এই অপূর্ণতাকে ভুলতে পারেননি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। প্রিয়জনকে হারিয়ে আজও তিনি মুহ্যমান। আলমারির তাক থেকে শুরু করে পুরনো অ্যালবামে যে রয়েছে তাঁরই স্মৃতি। তিন মাস পরেও তাঁকে কিছুতেই ভুলতে পারছেন না তিনি। ভোলার যে কথা নয়! তিনি যে জন্মদাতা, সুদীপ্তার বাবা। গত বছর ১০ নভেম্বর প্রয়াত হন সুদীপ্তার বাবা। বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই অসুস্থ থাকার পর হঠাৎ করেই চলে গিয়েছিলেন তিনি। গত বছরটা যেন সুদীপ্তার কাছে ছিল কান্না-হাসির রোলার কোস্টার। স্মিতা বক্সীর ছেলের সঙ্গে গত বছরেই বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের কিছু মাস পরেই বাবাকে হারান তিনি।

শীত কেটে গেলেও তাঁর মনের কষ্ট আজও কাটেনি। বাবার সঙ্গে এক পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, “বাবা, আমি আজ তোমার আলমারিটা খুলেছিলাম। আজ আমার আমি আমাদের প্রচুর ছবি পেলাম তোমার ব্যবহারের সবজিনিস। সব আছে কিন্তু তুমি কই? তুমি কোথায়? আমার এত কষ্ট হয় তোমার জন্য। তুমি কেন চলে গেলে? আমায় বলে গেলে না? তোমার গন্ধ টের পাই, তোমার উপস্থিতি টের অয়াই, তুমি আমার সত্যি বর্তমান তুমি আমাতেই থাক, আমার কাছে এভাবেই আমায় জড়িয়ে।” সুদীপ্তার কষ্টে সমব্যথী তাঁর ভক্তরাও। একজন লিখেছেন, “ক্যাপশন পড়েই কষ্ট হচ্ছে। আর আপনার কত কষ্ট হচ্ছে ভাবতেও পারছি না।” আর একজনের বক্তব্য, “মন শক্ত রাখুন, আপনার বাবা আজ না থাকলেও ওঁর স্নেহের হাত আপনার মাথায় চিরকাল থাকবে।”

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শেষ দেখা গিয়েছে জি বাংলার ধারাবাহিক সোহাগ জলে। সেখানেই ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ভিলেনের চরিত্রে দেখা গেলেও বাস্তবজীবনে তিনি একেবারে অন্যরকম। একেবারেই, ‘পাশের বাড়ির মেয়ে’।