Tollywood Gossip: বিয়ে করছেন পায়েল, হবু বর কিন্তু বাঙালি নন, চেনেন তাঁকে?

Tollywood Gossip: এ বছর প্রেমদিবসের দিনেই প্রেমের পর্দাফাঁস হয়েছিল নায়িকা পায়েল দেবের। জানা গিয়েছিল তাঁর প্রেমিকের পরিচয়। পায়েল জানিয়েছিলেন বিয়ে করতে চলেছেন তিনি।

Tollywood Gossip: বিয়ে করছেন পায়েল, হবু বর কিন্তু বাঙালি নন, চেনেন তাঁকে?
বিয়ে করছেন পায়েল, হবু বর কিন্তু বাঙালি নন, চেনেন তাঁকে?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 4:45 PM

এ বছর প্রেমদিবসের দিনেই প্রেমের পর্দাফাঁস হয়েছিল নায়িকা পায়েল দেবের। জানা গিয়েছিল তাঁর প্রেমিকের পরিচয়। পায়েল জানিয়েছিলেন বিয়ে করতে চলেছেন তিনি। এই বছরের শেষেই যে বিয়ের প্ল্যানিং রয়েছে সে কথাও জানান তিনি। এ বার সেই ডি-ডের কাছে পৌঁছনোর এক ধাপ এগোলেন অভিনেত্রী। রথের দিনে অনুষ্ঠিত হল তাঁর রোকা ওরফে পাটিপত্রের অনুষ্ঠান। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

এই মুহূর্তে ‘রাঙা বউ’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। নায়কের বোন হয়ে নিত্যদিন হাজির হচ্ছেন দর্শকের ড্রয়িংরুমে। নায়কের বোন সীমন্তিনী শীলের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকের প্লট বলছে, সীমন্তিনী বিয়ে করেছেন এক পঞ্জাবি ছেলেকে। অদ্ভুত সমাপতন। পায়েলের জীবনেও কিন্তু ঘটতে চলেছে এমন কিছুই। তাঁর প্রেমিকও বাঙালি নন, তিনি পঞ্জাবি। প্রেমিকের নাম শিখর টন্ডন। পেশায় তিনি ব্যবসায়ী। লকডাউনের সময়েই দু’জনের সম্পর্ক গড়ে ওঠে।

বেশ কিছু দিন প্রেমপর্ব চলার পর দুই বাড়ি থেকেই বিয়ের জন্য চাপ আসতে থাকে। অবশেষে শুভদিন দেখে ঠিক হয়েছেন সব কিছুই। তবে এই বছরের শেষে নয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বরই শুভকাজ সম্পন্ন করতে চলেছেন তাঁরা। বাঙালি ও পঞ্জাবি দুই নিয়ম মেনেই সম্পন্ন হবে শুভ কাজটি। এ বছর একগুচ্ছ বিয়ে দেখেছে টেলিপাড়া। বছরের শুরুতেই বিয়ে করেছেন রুশা চট্টোপাধ্যায়। আপাতত তাঁর নিবাস বিদেশ। অন্যদিকে স্মিতা বক্সীর ছেলেকে বিয়ে করেছেন সুদীপ্তা বক্সীও। কিছু দিন আগেই বিয়ে হয়েছে মিষ্টি সিংয়েরও, দীর্ঘদিনের প্রেমিক রেমোই তাঁর স্বামী। আপাতত মিষ্টি ও রেমো হনিমুন উপভোগ করছেন বিদেশে।

View this post on Instagram

A post shared by Payel Deb (@payel.deb08)