Exclusive Sweta Bhattacharjee: ‘অমিতাভ-শাহরুখের যদি ফ্লপ থাকতে পারে…’, ধারাবাহিক বন্ধ নিয়ে কী বললেন শ্বেতা
Tollywood Inside: হঠাৎ কেন এমন সিদ্ধান্ত! দীর্ঘ দিন ধরে চলা মেগা যিনি দর্শকদের উপহার দিয়ে এসেছেন, তাঁর ধারাবাহিক হঠাৎ শেষ হয়ে যাচ্ছে? কারণ কী? TV9 বাংলাকে জানালেন শ্বেতা ভট্টাচার্য।
জয়িতা চন্দ্র
‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’, একের পর এক হিট ধারাবাহিক অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর ঝুলিতে। কখনও নজর কেড়েছেন প্রতিবাদী যমুনা হয়ে, কখনও আবার তাঁর স্নিগ্ধ রূপে মনে হারিয়েছে দর্শকদের। ফলে বরাবরই হিটের তকমা থেকে গিয়েছে শ্বেতার দখলেই। তবে ছন্দপতন ঘটল সোহাগ জল ধারাবাহিকের ক্ষেত্রে। শ্বেতা অভিনীত ধারাবাহিক সোহাগ জল মাত্র কয়েকমাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত! দীর্ঘ দিন ধরে চলা মেগা যিনি দর্শকদের উপহার দিয়ে এসেছেন, তাঁর ধারাবাহিক হঠাৎ শেষ হয়ে যাচ্ছে? কারণ কী? TV9 বাংলাকে জানালেন শ্বেতা ভট্টাচার্য।
সত্যি ধারাবাহিক বন্ধ হচ্ছে?
হম, সত্যি, আগামী সোমবার (২৬.০৬,২০২৩) শেষ শুটিং হবে আমাদের।
এত তাড়াতাড়ি অতীতে আপনার কোনও কাজ শেষ হয়নি? তবে এবার কোথায় খামতি থাকল?
খামতির বিষয় নয়, সবার তো ভাললাগা সমান নয়। দর্শকেরা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যে চরিত্রে ভালবেসে ফেলেন, পরবর্তী কাজে সেই চরিত্রকে খুঁজতে থাকেন। আর তার অন্যথা হলে একটু অস্বস্তি হয় তাঁদের। আমার এই কয়েকবছরের কর্ম জীবনে এটা বুঝতে পেড়েছি। হয়তো তাঁরা যমুনাকে প্রতিবাদ করতে দেখে এসেছে, লড়াই করতে দেখে এসেছে, তাই নম্র জুঁইকে মেনে নিতে প্রাথমিকভাবে সমস্যা হচ্ছিল। অনেক সময় গল্পও দর্শকদের মনে ধরে না। একটা মেগার গল্প তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, সেখানেই হয়তো কোথাও ফাঁক থেকে গিয়েছে। তবে দর্শকেরা যে ভালবাসা দেননি, এটা নয়। শুরুতে বেশ ভাল জায়গা করে নিয়েছিল আমাদের ধারাবাহিক। বাকিটা আমি মনে করি ভাগ্য।
শ্বেতা মানেই হিট, এই তকমাটা তো এতদিন ছিল, হঠাৎ করে এই পতন, আপনার কী মনে হয়?
দেখুন একটা বিষয় আমি মানি, জীবন কখনও সমান ট্র্যাকে চলে না। ওঠা-পড়া না থাকলে আর জীবন কীসের। একটা মানুষ পর পর হিট দিয়ে গিয়েছেন বলে তাঁর ফ্লপ কাজ থাকতেই পারে না, এমনটা তো নয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খানের যদি ফ্লপ থাকতে পারে, আমি তো সামান্য। এইগুলোই তো আরও যেদ বাড়ায়, কাজের খিদে বাড়ায়, নিজেকে নিয়ে চর্চা করা, কেন হল, কী হল, এগুলো সবটাই কিন্তু একজন অভিনেতার জীবনে প্রয়োজন।
জুঁই’কে কেন গ্রহণ করল না দর্শকেরা?
ওই যে বললাম, দর্শকেরা যাঁকে যেভাবে দেখে অভ্যস্থ তাঁকে সেভাবেই হয়তো খুঁজতে চান। তবে একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু এটা কখনই কাম্য নয়। তাঁর স্বপ্ন থাকে নতুন নতুন চরিত্র হয়ে ওঠা। ফলে এখানে আমি জুঁই চরিত্রের ওপর দায় কখনই চাপাব না।
ধারাবাহিক থেকে সিনেমা, আবার ধারাবাহিক, এবার কী ওটিটি?
এই রে, একটু অপেক্ষা করুন, মনে হয় এটাই হতে চলেছে। এখনই পাক্কা খবর দিচ্ছি না। তবে খানিকটা হলেও এটাই সত্যি।
কখনও মনে হয়, সিনেমাতে গিয়েই ভাল করেছিলাম, ধারাবাহিকে আবার না ফিরলেই হতো?
না, একেবারেই নয়। আমার পরিবারে আমি অন্যসংস্থান করি। তাই কাজকে আমি সম্মান করি। অভিনয় আমার কাছে আশীর্বাদ। সিরিয়াল হোক, সিনেমা হোক, ওটিটি হোক, মনের মতো কাজ পেলেই আমি করব। অনেক প্রস্তাব পাচ্ছি, অনেক প্রস্তাব ছেড়েওছি। আমার ওই আকাশ ছোঁয়া স্বপ্ন নেই। কাজ করে যেতে পারলেই আমি খুশি।
ধারাবাহিক তো বন্ধ হচ্ছে, এবার কী?
এবার কিছুটা সময় নিজেকে দিতে চাই। কয়েকদিন আগেই একটু অসুস্থ হয়েছিলাম। তারমানে সেটা বিরতি নয়। পরবর্তী অনেকগুলোর কাজের কথা চলছে একসঙ্গে। জি বাংলার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরাও ডেকে পাঠিয়েছেন। এগুলোই করছি, তারপর এক এক করে আবার কাজ করা শুরু করে দেব। বসে থাকতে আমি চাই না, একবিন্দুও না।