বিয়ে করছেন অভিনেত্রী সানা সইদ, পাত্র কে জানেন?
আগামী ২৫ জুন বিয়ে করতে চলেছেন সানা। পাত্র ইমাদ শামসি ব্যবসায়ী। কলেজে পড়াকালীন তাঁদের আলাপ। সেই বন্ধুত্ব এ বার দাম্পত্যের রূপ নিতে চলেছে
অভিনেত্রী সানা সইদকে দর্শক টেলিভিশনের পর্দায় দেখে অভ্যস্ত। হিন্দি টেলিভিশনের সুপারন্যাচরাল ধারাবাহিক ‘দিব্য দৃষ্টি’তে ‘দৃষ্টি’র ভূমিকায় অভিনয় করছেন তিনি। সানার ব্যক্তি জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ রয়েছে। এ হেন সানা বিয়ে করছেন।
সূত্রের খবর, আগামী ২৫ জুন বিয়ে করতে চলেছেন সানা। পাত্র ইমাদ শামসি ব্যবসায়ী। কলেজে পড়াকালীন তাঁদের আলাপ। সেই বন্ধুত্ব এ বার দাম্পত্যের রূপ নিতে চলেছে।
সদ্য এক সাক্ষাৎকারে সানা জানান, ইমাদ এবং তাঁর কলেজে একই বন্ধুর গ্রুপ ছিল। আট বছর ধরে একে অপরকে চেনেন। কিন্তু কিছুদিন আগেও বিয়ের কথা ভাবেননি তাঁরা। হঠাৎ করেই একে অপরের প্রতি মনোভাবের বদল ঘটে। তাঁরা কিছুদিন ডেট করেন। তারপর দুই পরিবারের সদস্যদের মত নিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন।
সানা মনে করেন, ইমাদ তাঁর এতটাই ভাল বন্ধু যে বিয়ের পর পরিস্থিতির কোনও বদল হবে না। আগামী ২৩ জুন তাঁদের মেহেন্দি। ২৫ জুন ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে করছেন তাঁরা। জীবনের এই বিশেষ দিনটি নিয়ে অনেক স্বপ্ন থাকলেও আপাতত খুব সাধারণ অনুষ্ঠান করেই বিয়ে হচ্ছে সানার। করোনার কারণে কোনও বড় আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তাঁদের।
আরও পড়ুন, ১৮ কোটি টাকা ঋণ নিয়ে নতুন বাংলো কিনলেন অজয়!