Anurager Chowa: টিআরপিতে টপার, উদযাপনের দিনে জ্বরে কাবু ‘অনুরাগের ছোঁয়া’র তারকারা; শুটিং বন্ধ

Bengali Serial: গত কয়েকদিন থেকেই জ্বরে ভুগছেন দিব্যজ্যোতি। নায়িকা অভিনেত্রী স্বস্তিকাও জ্বরে কাবু। একজন খুদে শিল্পীরও জ্বর। এমন পরিস্থিতিতে শুটিং হবে, তো কীভাবে?

Anurager Chowa: টিআরপিতে টপার, উদযাপনের দিনে জ্বরে কাবু 'অনুরাগের ছোঁয়া'র তারকারা; শুটিং বন্ধ
'অনুরাগের ছোঁয়া'
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 2:46 PM

বাংলা সিরিয়ালে এ রকম রমরমিয়ে ব্যাপার-স্যাপার অনেকদিন পর দেখা যাচ্ছে। দুর্দান্ত পারফর্ম করছে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের শিল্পী এবং কলাকুশলীরা। টিম গেমের পরিশ্রমটা প্রতিদিন বোঝা যাচ্ছে টিআরপি লিস্টে। যতই বলা হোক না কেন, এ সবে কিছু যায় আসে না আর। তবুও বলতে হবে ‘নম্বর কথা বলে’। এই সপ্তাহে ৯.৬ টিআরপি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। গত সপ্তাহের তুলনায় ০.৮-এ স্কোর বেড়েছে। ছিল ৮.৮। অনেকটাই লাফ দিয়ে উপরে উঠেছে। যদিও ৯.৫ স্কোরও করেছিল এই ধারাবাহিক। মাঝে একঘণ্টার বিশেষ এপিসোডও ছিল। টলি অন্দরে আলোচনা চলছে, তা হলে কি আগামী সপ্তাহগুলিতে ১০ ছাড়াবে স্কোর? সেটা কি সম্ভব?

একদিকে যেমন টিআরপিতে অন্য কোনও ধারাবাহিককে নিজের ধারেকাছে ঘেঁষতে দিচ্ছে না ‘অনুরাগের ছোঁয়া’, অন্যদিকে জানা গেল, সিরিয়ালের অধিকাংশ শিল্পী এবং কলাকুশলী ভাইরাল জ্বরে আক্রান্ত। সেটের অনেকের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, সকলকে বৃহস্পতিবার (অজ, অর্থাৎ টিআরপি বেরনোর দিন) ছুটি দেওয়া হয়েছে। শুটিং বন্ধ রাখা হয়েছে এই একটি দিন। বিষয়টি TV9 বাংলাকে জানিয়েছেন সিরিয়ালের নায়ক অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

গত কয়েকদিন থেকেই জ্বরে ভুগছেন দিব্যজ্যোতি। নায়িকা অভিনেত্রী স্বস্তিকাও জ্বরে কাবু। একজন খুদে শিল্পীরও জ্বর। কলাকুশলীদের কেউ-কেউ দারুণ অসুস্থ। এমন পরিস্থিতিতে শুটিং হবে, তো কীভাবে? সেই কারণেই সেটের আজ সকলের ছুটি ঘোষিত হয়েছে। খবরটি TV9 বাংলাকে জানিয়েছেন দিব্য়জ্যোতি নিজে। বুধবার তিনি অসুস্থ শরীর নিয়েও শুটিং করতে গিয়েছিলেন। রাতের দিকে জ্বর বাড়ে তাঁর। মাথায় জল ঢেলে জ্বর কমাতে হয়েছে। আজ পুরোটাই বেডরেস্টে রয়েছেন। দিব্যজ্যোতির থেকে এও জানা যায়, সিরিয়ালের ব্য়াঙ্কিং (আগাম এপিসোডের শুটিং) খুব একটা করা নেই। ফলে আগামীকাল (শুক্রবার) থেকে ফের শুটিং। বিরতি কেবল একটি দিনেরই।

একদিকে টিআরপির লড়াই। অন্যদিকে শিল্পী-কলাকুশলীদের অসুস্থ হয়ে পড়া। পেশাদারের প্রতিশ্রুতি এমনই, এই অসুস্থতাতেও কাজে যেতে হচ্ছে তাঁদের। একদিনের মাত্র সিকলিভ। সবটাই দর্শকের জন্য। তাঁরা যাতে বিনোদন থেকে বঞ্চিত না থাকেন।