Rakhi Sawant Controversy: ‘ও মিথ্যে বলছে না’, দুঃসময়ে রাখীর পাশে প্রাক্তন স্বামী
Rakhi Sawant Controversy: আদিলের সঙ্গে বিয়ে হওয়ার আগে রীতেশকে বিয়ে করেছিলেন রাখী। তাঁর সঙ্গে বিগবসেও অংশ নিয়েছিলেন তিনি। যদিও বিয়েও টেকেনি। জানা যায়, রীতেশ নাকি বিবাহিত।
রাখী সাওয়ান্তের স্বামী আদিল খান এই মুহূর্তে পুলিশি হেফাজতে। আদিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাখী। আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন রাখী। তিনি জানিয়েছেন, তাঁকে নাকি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন আদিল। রাখীর পরিবারও ওই একই দাবি করেছেন। তবে এত অভিযোগের মধ্যেও প্রাক্তন স্বামী রীতেশ সিংকে পাশে গেলেন রাখী। এক সংবাদমাধ্যমকে রীতেশ বলেন, “রাখীর । চোখে আমি সত্যি দেখেছি। রাখী আমায় আগেই এই সব জানিয়েছিল। প্রায় তিন মাসে ও আমাকে জানায় কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। রাখী মোটেও মিথ্যে বলছে না।” যদিও রাখীর দিকে আজও অভিমান যায়নি তাঁর। তিনি যোগ করেন, “আমি তোমার সঙ্গে আছি। কিন্তু মন ভাঙার কষ্ট আশা করি তুমি বুঝতে পারছ। আমিও তো ভালবেসেছিলাম। দু’বারই আমাকে ঠকানো হয়েছে।”
আদিলের সঙ্গে বিয়ে হওয়ার আগে রীতেশকে বিয়ে করেছিলেন রাখী। তাঁর সঙ্গে বিগবসেও অংশ নিয়েছিলেন তিনি। যদিও বিয়েও টেকেনি। জানা যায়, রীতেশ নাকি বিবাহিত। যদিও রাখীকে নাকি সে খবর আগে জানাননি তিনি। তাঁদের বিয়ে ভেঙে যায়। রাখীই সরে আসেন। গত বছর আদিলের সঙ্গে নতুন সংসার শুরু করেন তিনি। কিন্তু সে বিয়েও ভাঙনের মুখে।
একদিকে মাতৃবিয়োগের ব্যথা, অন্যদিকে বৈবাহিক জীবন অশান্তি-রাখীর জীবন বিড়ম্বনা যেন শেষ হওয়ার নয়। এর আগে সংবাদমাধ্যমের সামনে রাখী দাবি করেন, তাঁকে দরজা পর্যন্ত আদিল এমন ভাবে হেঁচড়ে নিয়ে গিয়েছেন যে প্রস্রাব করে ফেলেছেন তিনি। এখানেই কিন্তু শেষ নয়, স্বামীর বিরুদ্ধে তিনি এনেছেন পরকীয়ার অভিযোগও। তাঁর দাবি, তনু বলে এক মহিলার সঙ্গে নাকি সম্পর্কে আছেন আদিল খান দুরানি। ওই মহিলা যদিও বিবাহিত বলেই জানিয়েছেন রাখী। কাঁদতে কাঁদতে রাখী বলেন, “আদিলের যে নতুন প্রেমিকা তাঁর তিন বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে। আমি আদিলকে মেসেজ করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম তুমি এটা কী করে করলে? বিয়ে থেকে ভরসাই উঠে গেল। সব ছারখার হয়ে গেল আমার।” রাখী-আদিলের সম্পর্কে এখন কোনদিকে এগোয় এখন সেটাই দেখার।