Tollywood Inside: মা’কে কটূক্তি, ক্ষোভে ফেটে পড়লেন আয়েশা, ‘… অদ্ভুত ওরা নাকি মেয়ে’!
Tollywood Inside: টেলিভিশন জগতের ট্রোলিং নতুন ঘটনা নয়। হলিউড থেকে বলিউড, সেখান থেকে টলিউড... সকলকেই পড়তে হয়েছে কটুক্তির মুখে। এবার চরম কটাক্ষের শিকার আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য।
টেলিভিশন জগতের ট্রোলিং নতুন ঘটনা নয়। হলিউড থেকে বলিউড, সেখান থেকে টলিউড… সকলকেই পড়তে হয়েছে কটুক্তির মুখে। এবার চরম কটাক্ষের শিকার আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য। টেনে আনা হল তাঁর মা’কে। করা হল এমন মন্তব্য, যা দেখার পর চুপ করে থাকতে পারলেন না তিনিও। কী লেখা হয়েছিল? মাঝেমধ্যেই মা’য়ের সঙ্গে নানা ভিডিয়ো শেয়ার করেন আয়েশা। একসঙ্গে নাচের ভিডিয়োও করেন তাঁরা। এমনই এক ভিডিয়ো দেখে রাহুল মন্ডল নামক জনৈক সেই ভিডিয়োর মত্নব্য বক্সে কমেন্ট করে লেখেন,”মা’ টার কি পোলিও হয়েছে নাকি?”
এর পরেই আর চুপ থাকেননি আয়েশা। তিনি লেখেন, “#সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস… ‘মা টার কি পোলিও হবে নাকি!’– ছিঃ! তার মানে যাঁদের পোলিও আছে তাঁদের কেও অপমান করা। আমার এখনও হজম হচ্ছে না। বিশেষত এই লাইনটা।” ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শুধু তাই নয় তাঁর আরও মন্তব্য, “আমি সত্যিই হতবাক। কেও কারও মা’কে নিয়ে এরকম মন্তব্য করতে পারে কী করে? তোমাদের ও নিশ্চয়ই বাড়িতে মা আছেন। তোমরাও কি তাঁকে ঠিক এই সম্মানই কর? তোমাদের লজ্জা হওয়া উচিৎ।” মায়ের সঙ্গে আয়েশার সম্পর্ক ভীষণই মধুর। ছোট থেকে কাজ করছেন তিনি। আর এই প্রতিটি মুহূর্তে তিনি পাশে পেয়েছেন তাঁর মা’কে। তাঁকে আগলে রেখেছেন তাঁর মা। পাশে পেয়েছেন সমস্ত দুঃখে কষ্টে। সেই মা’র অপমান! কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
তিনি যোগ করেন, “আমি আমার মায়ের জন্য গর্বিত। মার ওর মেয়ে হয়ে গর্বিত। আজ আমি যা কিছু সবটাই আমার মায়ের জন্য। কী বিরক্তিকর। লজ্জা হওয়া উচিৎ। আমায় যা ইচ্ছে নোংরা মন্তব্য করুন। কিন্তু মা’ কে নিয়ে এরকম কমেন্ট করে নিজের শিক্ষাটাকে তুলে ধরবে না। যারা এই মন্তব্যে হাহা রিএক্ট করেছে, তাদের জানাই ধিক্কার। তারা নাকি মেয়ে! ভবিষ্যতে তারা হবে মা। বা কেউ হয়তো ইতিমধ্যেই মা হয়ে গিয়েছেন। ছিঃ। ধিক্কার।” অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেব ভক্তরা। এই ট্রোলিং অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ, মত তাঁদের।