কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘সৌদামিনির সংসার’। সেখানে অভিনেত্রী (Actress) প্রীতি বিশ্বাসের (Prity Biswas) অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ধারাবাহিক শেষের পর কয়েক দিনের ছুটি কাটিয়ে ফের ফ্লোরে ফিরলেন প্রীতি। এ বার তাঁকে দেখা যাবে আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে।
সব সময়ই নিজেকে চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে পছন্দ করেন প্রীতি। ‘সৌদামিনির সংসার’-এর ‘আন্নাকালী’র চরিত্রটি তিনি নিজের মতো করে গড়েছিলেন। ‘আন্নাকালী’র কথা বলার ধরন, অভিব্যক্তি প্রীতির অভিনয়ের মাধ্যমে অন্য মাত্রায় পৌঁছেছিল। ‘শ্রীময়ী’তে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে তাঁকে। লম্বা বিনুনি, ছোট্ট কালো টিপ, সাদা শাড়ির সাজে প্রীতিকে অনস্ক্রিন দেখবেন দর্শক।
বেড়াতে যাওয়া মানে প্রীতির কাছে সারা বছরের অক্সিজেন সংগ্রহ। মন এতটাই রিফ্রেশ হয়ে যায় তাঁর, এরপর টানা কাজেও ক্লান্তি কম আসে। অনেকদিন ধরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু কোনও বা কোনও বাধা আসছিল। ‘সৌদামিনির সংসার’ শেষ হওয়ার পর কয়েকটা দিন তাই নিজেকে সময় দিয়েছিলেন। সিমলা, মানালি, চণ্ডীগড় বেড়াতে গিয়েছিলেন স্বামী রাহুলের সঙ্গে।
View this post on Instagram
গত ১০ ফেব্রুয়ারি প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন রাহুল-প্রীতি। তাঁদের বিয়ের কয়েকদিন পর থেকেই লকডাউন শুরু হয়ে যায়। ফলে আলাদা করে বেড়াতে যাওয়া হয়নি।
বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে এসে প্রীতি বলেছিলেন, “বছরটা এমন ভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, বিয়ে হয়ে গিয়েছে। রাতে ঘুমনোর সময় মাকে যখন পাই না, তখন ফিল করি। বাকিটা নর্মাল লাইফ। আমার আর রাহুলের কোনও পরিবর্তন হয়নি। পরিবারকে ছেড়ে তো থাকিনি কখনও। মা, দাদা আমার স্তম্ভ। ওদের ছেড়ে থাকাটা কষ্টকর।” আর রাহুল শেয়ার করেছিলেন, “প্রীতির বদল যা হয়েছে, সবই পজিটিভ। বুঝতে শিখেছে অনেক। আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে আমাদের। ঝগড়া কম হয়। তবে ওর মতো আমিও বুঝতেই পারলাম না, একটা বছর কীভাবে কেটে গেল।”
আরও পড়ুন, পরিচালকের স্ত্রী, মেয়ের অস্বাভাবিক মৃত্যু, পুলিশের অনুমান গায়ে আগুন দিয়ে আত্মহত্যা