Rahul-Prity: বিয়ের সাড়ে তিন বছরের মাথায় ইচ্ছেপূরণ রাহুল-প্রীতির, ‘অবশেষে’ স্বপ্ন সত্যি

Prity Biswas: ইন্ডাস্ট্রিতে পরিচিত জুটি রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক তাঁদের। ইন্ডাস্ট্রি মারফতই আলাপ হয়েছিল দু'জনের। সেই প্রেম পরিণতি পায় ২০২০ সালের ১১ই ফেব্রুয়ারি। বিবাহিত জীবনের সাড়ে তিন বছর পার হয়েছে। মাঠে নানাবিধ গুঞ্জন রটলেও তাঁদের প্রেম প্রেম কমেনি এতটুকুও। এবার সেই জুটি দিলেন দারুণ খবর। বহুদিনের ইচ্ছে পূর্ণ হল অবশেষে।

Rahul-Prity: বিয়ের সাড়ে তিন বছরের মাথায় ইচ্ছেপূরণ রাহুল-প্রীতির, 'অবশেষে' স্বপ্ন সত্যি
'অবশেষে' স্বপ্ন সত্যি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 7:48 PM

ইন্ডাস্ট্রিতে পরিচিত জুটি রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক তাঁদের। ইন্ডাস্ট্রি মারফতই আলাপ হয়েছিল দু’জনের। সেই প্রেম পরিণতি পায় ২০২০ সালের ১১ই ফেব্রুয়ারি। বিবাহিত জীবনের সাড়ে তিন বছর পার হয়েছে। মাঠে নানাবিধ গুঞ্জন রটলেও তাঁদের প্রেম প্রেম কমেনি এতটুকুও। এবার সেই জুটি দিলেন দারুণ খবর। বহুদিনের ইচ্ছে পূর্ণ হল অবশেষে।

কলকাতার বুকে কিনে ফেললেন এক বিলাসবহুল ফ্ল্যাট। সেই ভিডিয়োই শেয়ার করেছেন রাহুল। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে’। ভক্তদের নতুন ফ্ল্যাটের এক ছোট্ট ট্যুর করিয়ে ফেলেছেন তিনি। স্ত্রী প্রীতিকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের অন্দরমহল ঘুরিয়ে দেখিয়েছেন ভক্তদের। ১২ তলায় রাহুলের সেই ফ্ল্যাট থেকে দেখা যায় গোটা কলকাতাকে। রয়েছে সুন্দর এক ব্যালকনি। সেখানে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তুলেছেন দুজনে। ভাগ করে নিয়েছেন বাড়ির চাবির ছবিও। তাঁদের এই নতুন খবরে খুশি সতীর্থরাও। তিয়াসা লেপচার প্রেমিক সোহেল থেকে শুরু করে অভিনেতা রোহন ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের নতুন ফ্ল্যাটের জন্য। গুছিয়ে সংসার করুন তাঁরা। এমনটাই কামনা তাঁদের ভক্তদেরও।