Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতে স্টেথো নিয়ে থাকার কথা ছিল ঐশ্বর্যর, এই শিক্ষিকার কারণে সেই স্বপ্ন অধরাই রাই সুন্দরীর

Aishwarya Rai Bachchan: ধরুন, চিকিৎসকের চেম্বারে গেলেন, কিংবা হাসপাতালে... হাতে স্টেথো দিয়ে এগিয়ে এলেন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। তিনিই করবেন চিকিৎসা। এমনটাই হওয়ার কথা ছিল রাই সুন্দরীর জীবনে। তাঁর জনগণের সেবা করার কথা ছিল। সেই পথে তাঁকে নাকি যেতে দিলেন না এক শিক্ষক। কী ঘটেছে রাই সুন্দরীর জীবনে?

হাতে স্টেথো নিয়ে থাকার কথা ছিল ঐশ্বর্যর, এই শিক্ষিকার কারণে সেই স্বপ্ন অধরাই রাই সুন্দরীর
ঐশ্বর্য রাই বচ্চন।
Follow Us:
| Updated on: Feb 19, 2024 | 10:46 AM

১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর মুকুট উঠেছিল ঐশ্বর্য রাই বচ্চনের মাথায়। তারও আগে থেকে মডেলিং করছিলেন ঐশ্বর্য। কিন্তু জানেন কি, গ্লামারের দুনিয়ায় থাকারই কথা ছিল না ঐশ্বর্যর। তিনি হতে চেয়েছিলেন অন্য কিছু।

অতীতের এক সাক্ষাৎকারে ঐশ্বর্য রাই বচ্চন জানিয়েছিলেন, তিনি কী হতে চেয়েছিলেন। জানলে অবাক হবেন, ঐশ্বর্য হতে চেয়েছিলেন ডাক্তার। মেডিসিন নিয়ে পড়ার কথা ছিল তাঁর। সেই সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন, “আমার পরিবারে কেউ কোনওদিনও বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে ছিলেন না। আমি সেই ক্ষেত্রে প্রথম। লেখাপড়ায় আমি কোনওদিনও মন্দ ছিলাম না। মেডিসিন নিয়ে পড়ার কথা ছিল আমার। ডাক্তার হওয়ার কথা ছিল। আমার কিন্তু সেটা আর হল না। তার আগেই আমার কাছে চলে আসে মডেলিংয়ের অফার এবং সেই অফার আমাকে দিয়েছিলেন আমারই কলেজের এক প্রফেসর।”

ইউনিভার্সিটিতে ঐশ্বর্যর ইংরেজি প্রফেসর ছিলেন এক পেশাদার চিত্র সাংবাদিক। ঐশ্বর্যকে একটি শুটিংয়ের জন্য মডেল হতে বলেছিলেন তিনিই। প্রিয় শিক্ষিকার কথা ফেলতে পারেননি রাই সুন্দরী। রাজি হয়ে গিয়েছিলেন তিনি। তারপরই পাল্টে যায় ঐশ্বর্যর জীবন। একে-একে আসতে থাকে মডেলিংয়ের অ্য়াসাইনমেন্ট। বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন ঐশ্বর্য। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনিই হন বিজেতা। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর মুকুট ওঠে রাই সুন্দরীর মাথায়। তারপর ধীরে-ধীরে বলিউডে কাজ করতে শুরু করেন। বহু ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য। সুনাম কুড়িয়েছেন। পরবর্তীতে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনকে বিয়ে করেছেন ঐশ্বর্য। বর্তমানে তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ। সম্প্রতি তাঁকে নিয়ে নানা কথা শুরু হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। তাঁর সঙ্গে নাকি অভিষেকের বিয়ে ভাঙছে। সেই কারণেই নাকি শ্বশুরবাড়ি পরিবার ত্যাগ করে মা বৃন্দা রাইয়ের সঙ্গে বাপের বাড়িতে থাকছেন ঐশ্বর্য।