Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুশির খবর, শীঘ্রই বাবা হচ্ছেন এই জনপ্রিয় নায়ক

Varun Dhawan: অভিনেতা এই খবর দিতেই শুভেচ্ছার বন্যা। বলিপাড়া তো বটেই, নেটিজেনরাও নতুন অতিথির জন্য শুভেচ্ছা জানিয়েছেন হবু বাবা-মা'কে।

খুশির খবর, শীঘ্রই বাবা হচ্ছেন এই জনপ্রিয় নায়ক
শীঘ্রই বাবা হচ্ছেন এই জনপ্রিয় নায়ক
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2024 | 8:00 AM

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা। সম্প্রতি বাবা হয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসি। এরই মধ্যেই বলিপাড়ায় আরও এক খুশির খবর। বাবা হচ্ছেন আরও এক জনপ্রিয় নায়ক। তিনি আর কেউ নন, অভিনেতা বরুণ ধাওয়ান। স্ত্রী নাতাশা দালালের বেবিবাম্পের এক মিষ্টি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, “আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হার্টও।

অভিনেতা এই খবর দিতেই শুভেচ্ছার বন্যা। বলিপাড়া তো বটেই, নেটিজেনরাও নতুন অতিথির জন্য শুভেচ্ছা জানিয়েছেন হবু বাবা-মা’কে। হাজার হোক, প্রথম সন্তান বলে কথা! নাতাশার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক বরুণের। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। আরবসাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া ধুমধাম করে বসেছিল সেই বিয়ের আসর। প্রায় তিন বছর পর দুই থেকে তিন হচ্ছেন ওঁরা। ধাওয়ান পরিবারে খুশির হাওয়া।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)