Sayantika Banerjee: ‘ঢং! অনেকটা ঋতুপর্ণার শাঁখ বাজানোর মতো’, গিটার বাজিয়ে খোরাক সায়ন্তিকা
Sayantika: 'দোষীদের শাস্তি চাই।' সবার মুখে স্লোগান একটাই। ৯ অগস্ট আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে শামিল টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা। রবিবার ডানলপ, টবিন রোডের প্রতিবাদী মঞ্চে সাদা সালোয়ার কামিজে দেখা গেল অভিনেত্রীকে। হাতে গিটার। একই মঞ্চে বসে রয়েছেন তাঁর সমর্থকেরা। গিটার বাজাচ্ছেন নায়িকা। আর সুর তুলেছেন বাকিরা। এই ভিডিয়ো ভাইরাল হতেই ঋতুপর্ণার মতো সায়ন্তিকাকে তুলোধনা।
‘দোষীদের শাস্তি চাই।’ সবার মুখে স্লোগান একটাই। ৯ অগস্ট আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে তার পর উত্তপ্ত গোটা দেশ। এই ঘটনায় রাজনীতির রঙও লেগেছে। এই ঘটনার পরে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই ঘটনায় অনেক সময় সমালোচনার শিকারও হতে হয়েছে টলিপাড়ার অভিনেত্রীদের। কিছু দিন আগে শাঁখ বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তা নিয়ে কম নেতিবাচক মন্তব্য শুনতে হয়নি। এবার নিশানায় অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়। ডানলপ, টবিন রোডের প্রতিবাদী মঞ্চে সাদা সালোয়ার কামিজে দেখা গেল অভিনেত্রীকে। হাতে গিটার। একই মঞ্চে বসে রয়েছেন তাঁর সমর্থকেরা।
গিটার বাজাচ্ছেন নায়িকা। আর সুর তুলেছেন বাকিরা। সবাই গাইছেন, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।’ ব্যস সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল। সকলের গানে গিটারের তাল মেলাতে গিয়ে একেবারে হিমশিম অবস্থা অভিনেত্রীর। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রীতিমতো তুলোধনা নায়িকাকে। প্রথম মন্তব্যই করেছেন ‘বং গাই’ কিরণ দত্ত। তিনি লেখেন,”আজ থেকে গিটার বয়কট করলাম।” এক জন লিখেছেন,”লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এরা সব কিছুর ঊর্ধ্বে।” আবার কারও মন্তব্য, “এটা অনেকটা ঋতুপর্ণার শঙ্খ বাজানোর মতো।” আবার কারও মন্তব্য,”ঢং, খেলা পেয়েছেন একটা। কোনও লজ্জা নেই আপনাদের। ন্যাকামি চলছে।”
এ প্রসঙ্গে TV9 বাংলাকে সায়ন্তিকা বলেন, “আমার এ সবে কিচ্ছু যায় আসে না। অনেক সময় অনেকেই অনেক কথা বলে থাকেন। কিন্তু সে সব কথা ধরে বসে থাকলে কিছু হবে না।”
কয়েক দিন আগে শিল্পীদের প্রতিবাদ মিছিলে নায়িকা ফ্রেমবন্দি হতেই উঠেছিল নিন্দার ঝড়। নায়িকার সাজ নিয়ে রীতিমতো সমালোচনা হয়েছিল। তাঁর ফোলা ঠোঁট নিয়ে নানা ধরনের মন্তব্য করেছিলেন সবাই। কেউ লিখেছিলেন, “মিছিলে আসার আগে বোটক্স করিয়ে এলেন!” আবার কেউ লিখেছিলেন, “এমন লিপস্টিক লাগিয়ে, মেকআপ করে চলে আসতে পারলেন!” যদিও কাউকে কোনও জবাব দেননি সায়ন্তিকা। অন্য দিকে এর আগে যখন শাঁখ বাজানোর জন্য ঋতুপর্ণাকে নিয়ে হাসাহাসি হয়েছিল তখন কিন্তু চুপ থাকেননি। পরে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন, আরজি করের এই ঘটনায় তিনি কতটা ভেঙে পড়েছেন। এই সমালোচনার পর কি তবে কোনও মন্তব্য করবেন সায়ন্তিকা? তা তো সময়ই বলবে।