AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডোনার নাচ দিয়ে শুভ সূচনা, এবারের কার্নিভালে অংশ নিলেন কোন-কোন তারকা?

এবছরের অনুষ্ঠান সূচনা হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের ওড়িশি নৃত্যদল ‘দীক্ষা মঞ্জরী’র পরিবেশনায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানে নাচের মাধ্যমে তুলে ধরা হয় বিদায়ের বেলার বেদনা ও উৎসবের গর্ব। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টলিউড ও রাজনীতির বহু তারকা।

ডোনার নাচ দিয়ে শুভ সূচনা, এবারের কার্নিভালে অংশ নিলেন কোন-কোন তারকা?
| Edited By: | Updated on: Oct 05, 2025 | 9:35 PM
Share

কলকাতার আকাশে এদিন সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা, তবে বিকেল হতেই সেজে উঠল কলকাতা। চলতি বছরের দুর্গাপুজো কার্নিভাল, এবছর শেষবারের মতো দুর্গা প্রতিমা দর্শন করতে রেডরোডে জমল ভিড়। দুর্গাপুজোর বিসর্জন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আয়োজিত হয়েছিল রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভাল ২০২৫।

এবছরের অনুষ্ঠান সূচনা হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের ওড়িশি নৃত্যদল ‘দীক্ষা মঞ্জরী’র পরিবেশনায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানে নাচের মাধ্যমে তুলে ধরা হয় বিদায়ের বেলার বেদনা ও উৎসবের গর্ব। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টলিউড ও রাজনীতির বহু তারকা। উপস্থিত ছিলেন জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, শ্রীতমা ভট্টাচার্য, রাজা গোস্বামী, সৌমীতৃষা কুণ্ডু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সহ আরও অনেকে। এই তারকাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে উৎসবে সামিল হলেন হাজারো সাধারণ মানুষ।

এই বছর ১১৩টি পুজো কমিটি কার্নিভালে অংশ নেয়। ২০১৬ সালে শুরু হওয়া এই শোভাযাত্রা আজ শুধুমাত্র বাংলার নয়, বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রেও এক বিশেষ অনুষ্ঠানে পরিণত হয়েছে। বিভিন্ন পুজো কমিটির বিশেষ আয়োজনে মুগ্ধ সকলে। কেউ নাচে, কেউ গানে, কেউ আবার নৃত্যনাট্যে সকলের মন জয় করেছেন। বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বিভিন্ন সেলিব্রিটিও অংশ নিয়েছিলেন নানা অনুষ্ঠানে।

এ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘ভবানী পাঠক’-এর সাজে, এবং শ্রাবন্তী ‘দেবী চৌধুরাণী’র চরিত্রের লুকে, যা সকলের নজর কেড়েছে।