তীব্র জ্বরে কাবু অঙ্কুশ-ঐন্দ্রিলা, চিন্তায় অনুরাগীরা
বিয়ে, কাজ এ সবের আলোচনার মধ্যেই প্রিয় জুটির শরীর খারাপের খবরে মন খারাপ ভক্তদের। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনাই করছেন তাঁরা।
বেজায় অসুস্থ টলি টাউনের চর্চিত জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তাঁদের জ্বর হয়েছে। শরীরে তাপমাত্রার পরিমাণ এত বেশি যে আপাতত শুট বন্ধ রাখতে হয়েছে তাঁকে, খবর তেমনটাই।
দুজনেই আপাতত শয্যাশায়ী, চলছে কড়া ওষুধ। এ প্রসঙ্গে টিভিনাইন বাংলার তরফ থেকে ঐন্দ্রিলা সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “খুব শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন, ভাইরাল ফিভার হয়েছে। ওষুধ চলছে।” প্রিয় জুটির এই খবরে স্বভাবতই চিন্তায় তাঁদের অনুরাগীরা। রাজা চন্দের পরের ছবিতে আবারও একসঙ্গে অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেই ছবির কাজও আপাতত বন্ধ। তা শুরু হবে পুজোর পরে।
দিন কয়েক আগেই, অঙ্কুশের একটি পোস্ট বিপুল পরিমাণে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে অঙ্কুশ লিখেছিলেন, “অবশেষে বহুদিন পর ও আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্ন সত্যি হচ্ছে।” এর পর থেকেই শুরু হয় নানা জল্পনা। অঙ্কুশের ওই ‘ও’টি যে আদপে কে তা তিনি খোলসা করেননি। উত্তেজনা বেড়েছিল ভক্তমহলে। চলছিল নানা জল্পনা। বেশিরভাগ ভক্তই ভেবেছিলেন অঙ্কুশ বুঝি বিয়ে করছেন। বা ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছেন। অনেকে তো আবার আগাম শুভেচ্ছাও জানিয়ে দিয়েছিলেন অভিনেতাকে।
My sautan has just arrived & m gladly welcoming her with my open arms❣️ pic.twitter.com/4R0X00JHEA
— Oindrila Sen (@Love_Oindrila) August 17, 2021
টিভিনাইন বাংলা সে সময় যোগাযোগ করেছিল অঙ্কুশ হাজরার সঙ্গে। তিনি বলেছিলেন, ” যদি বলেই দিতাম তাহলে কি এত হেঁয়ালি করে পোস্ট দিতাম। যে যা ভাবছে ভাবুক আপাতত।” ইতিমধ্যেই অবশেষে নতুন অতিথির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন অঙ্কুশ। একটি বিএমডব্লিউ গাড়ি কিনেছেন তিনি। বিয়ে নিয়েও মুখ খুলেছিলেন অভিনেতা। তিনি লিখেছিলেন, “যে সব শুভাকাঙ্ক্ষী ভেবেছিলেন আমি বিয়ে করছি তাঁদেরকে জানিয়ে রাখি, সেটিও হতে চলেছে খুব তাড়াতাড়ি। সবাইকে খুব ভালবাসি।”
প্রসঙ্গত, এ বছর ফেব্রুয়ারিতেই টিভিনাইন বাংলাকে অঙ্কুশ জানিয়েছিলেন এ বছরের শেষে দীর্ঘদিনের বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন তিনি। কিন্তু দিন কয়েক আগে প্যান্ডেমিকের কারণে অঙ্কুশ জানান, এখন যেহেতু সীমিত কয়েক জনকে আমন্ত্রণ জানানো যাচ্ছে তাই এত বড় ইন্ডাস্ট্রিতে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না তা নিয়েই তিনি বেশ চিন্তিত। তবে এই বছর যে তাঁর বিয়ের সম্ভাবনা রয়েছে, তা হলফ করে বলাই যায়।”
বিয়ে, কাজ এ সবের আলোচনার মধ্যেই প্রিয় জুটির শরীর খারাপের খবরে মন খারাপ ভক্তদের। তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনাই করছেন তাঁরা।