Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অঙ্কুশকে প্রকাশ্যে ধন্যবাদ জানালেন দেব, এর নেপথ্যে আসল কারণ কী?

Dev Ankush movie: শুধু দেব একা নন। সহশিল্পীদের ভার্চুয়ালি ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। কয়েক দিন আগে ‘কিশমিশ’-এর শুটিংয়ে রুক্মিণীর সঙ্গে হাজির ছিল ছবির দুই খুদে শিল্পী।

অঙ্কুশকে প্রকাশ্যে ধন্যবাদ জানালেন দেব, এর নেপথ্যে আসল কারণ কী?
দুই অভিনেতা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2021 | 9:13 PM

দেব এবং অঙ্কুশ। টলিউডের দুই অভিনেতা। একে অপরের সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বী তো বটেই। আবার প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতেও দ্বিধা করেন না। ঠিক যেমন দেবের ছবি ‘কিশমিশ’-এ অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করলেন অঙ্কুশ।

শনিবার অঙ্কুশের সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেব। ক্যাপশনে তিনি লেখেন, ‘তোর সমর্থনের জন্য অনেক ধন্যবাদ ভাই। আমার কাছে এর মূল্য অনেকটা।’

এর আগে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্তর সঙ্গে নিজের দুটি ছবি শেয়ার করেন দেব। তিনি জানিয়েছিলেন, আসন্ন ছবি ‘কিশমিশ’কে সাপোর্ট করার জন্য ঋতুপর্ণা এবং যিশুকে ধন্যবাদ। সেই ছবিতে দেব নিজেও ছিলেন ‘কিশমিশ’-এর লুকে। এই ছবিতে বিশেষ চরিত্রে ওই দুই অভিনেতা অভিনয় করেছেন বলে খবর।

শুধু দেব একা নন। সহশিল্পীদের ভার্চুয়ালি ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। কয়েক দিন আগে ‘কিশমিশ’-এর শুটিংয়ে রুক্মিণীর সঙ্গে হাজির ছিল ছবির দুই খুদে শিল্পী। লাড্ডু এবং উদিতা। এর আগে দেবও এই দুই খুদের সঙ্গে ছবি শেয়ার করে তাদের ভালবাসা জানিয়েছিলেন। প্রথমে ২০২০-র পুজো, তারপর ২০২১-এর পুজোতে ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা প্রথমে দেব করেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা রিলিজ করানো সম্ভব। সব কিছু ঠিক থাকলে সিনেমা হলে গিয়ে দর্শককে সিনেমা দেখার অনুরোধ করেছেন তিনি।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মাধ্যমেই নতুন মা-মেয়ের জুটিকে পাবেন দর্শক। মেয়ের চরিত্রে রুক্মিণী মৈত্র এবং মায়ের চরিত্রে জুন মালিয়া। নিজের চরিত্র নিয়ে আগেই TV9 বাংলাকে তিনি বলেন, “এই ছবিতে কমলেশ্বর মুখোপাধ্যায় আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন। পেশায় তিনি চা বাগানের মালিক। আর আমার চরিত্রটা কনভেন্টে পড়া এক মহিলার। রুক্মিণী আমার মেয়ে।”

প্রযোজক হিসেবে নিজের জার্নি শুরু করার পর সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করেছেন দেব। এই ছবিও ব্যতিক্রম নয়। তাঁর এবং রুক্মিণীর লুক আগেই প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি থেকেও নতুন কিছু পাওয়ার আশায় রয়েছেন দর্শক।

অন্যদিকে অভিনেত্রী হিসেবে চার বছরে নিজেকে অনেকটা তৈরি করতে পেরেছেন বলে মনে করেন রুক্মিণী। নিজের গ্রোথ হয়েছে, সেটা বুঝতে পারেন। শুধু টলিউড নয়। এই চার বছরে বলিউডেও পা রেখেছেন রুক্মিণী। বিদ্যুৎ জামালের বিপরীতে বলিউডে ডেবিউ ছবি ‘সনক’-এর শুটিং ইতিমধ্যেই করে ফেলেছেন নায়িকা। তবে টলিউড তাঁর শিকড়। সেটা ভুলে যাবেন না। অভিনয় এখন রুক্মিণীর প্যাশন। অন্যের অভিনয় দেখে ইন্সপিরেশন পান তিনি। নিজেকে প্রতিদিন উন্নত করার চেষ্টা করেন। নিজেকে ছাপিয়ে পারফর্ম করে আনন্দ পান অভিনেত্রী। আর এই কাজে সব সময় তিনি পাশে পাচ্ছেন দেবকে।

আরও পড়ুন, ‘কোথায় যাচ্ছি জানি না, এক্সপ্লোর করতে করতে যাচ্ছি’, জুরিখ সফরে বললেন শ্রীলেখা