Arjun Chakraborty: অভিনেতা হয়েও ইন্ট্রোভার্ট অর্জুন; প্রমাণ করলেন এই ভিডিয়োতে…
Tollywood Tales: বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করতে সিদ্ধহস্ত অর্জুন কখনও রোম্যান্টি হিরো, কখনও ভিলেন... সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন।
তিনি সত্যিই শান্ত প্রকৃতির মানুষ। অভিনয় করেন চুটিয়ে। সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘অভিযাত্রিক’ জাতীয় পুরস্কার জিতে নিয়েছে। ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন। সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’তে যে অপু ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ১০০ পাতার গল্প নিয়ে অভিযাত্রিক তৈরি করেছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তিনিই বাছাই করেন অর্জুনকে। বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করতে সিদ্ধহস্ত অর্জুন তারও আগে রোম্যান্টি হিরো থেকে ভিলেন, সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ব্যোমকেশ গল্প নির্ভর ছবি ‘ব্যোমকেশ গোত্র’তে সত্যকামের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন অর্জুন। বছর খানেক আগে পুজোর সময় মুক্তি পেয়েছিল সেই ছবি। ছবি মুক্তি পেতেই হইচই শুরু হয়ে গিয়েছিল। সকলকে ছাপিয়ে রিভিউয়ের শিরোনামে বলা হয়েছিল ‘সত্যকামই সেরা’…
এ হেন অর্জুনকে দেখা যায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স প্রেম’ ছবিতেও। এক তরফা প্রেমিকের চরিত্রে, যে কি না প্রিয়তমার প্রেমিকের স্মৃতিভ্রংশ হওয়ায় তাকে নিজের প্রেমের মেমরি দান করেছিল। সেই অর্জুন বই পড়েন। বইয়ের পোকা তিনি। ছেলেবেলার প্রেমিকা, তথা অধুনা স্ত্রীকে ভালবাসেন খুব। তাঁদের একরত্তি কন্যা সন্তানও ধীরে-ধীরে বড় হচ্ছে। সেই অর্জুনই এমন এক ভিডিয়ো শেয়ার করলেন, যাতে নিজের ইনট্রোভার্ট ইমেজকে তুলে ধরেছেন অভিনেতা। অভিনেতারাও মুখচোরা হন তবে? প্রশ্ন জাগিয়েছেন অর্জুন।
View this post on Instagram
যে ভিডিয়ো তিনি পোস্ট করেছেন, সেটি রিলের আকারে তৈরি। দেখা যাচ্ছে, অনিচ্ছা থাকা সত্ত্বেও কাউকে একটা ফোন করছেন অর্জুন। হয়তো বা জরুরি ফোনকল হবে। ডায়েল করতে জানা যায় নম্বরটি ‘নট রিচেবল’! তারপরই প্রশান্তির হাসি ফুটে ওঠে অর্জুনের মুখে…