Roshan Singh: ‘কেন প্রতিবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় ও…’, প্রশ্ন তুললেন শ্রাবন্তীর স্বামী
Roshan Singh: বিগত বেশ কিছু মাস ধরেই শ্রাবন্তীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটনা নেটপাড়ায় অজানা নয়। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে শ্রাবন্তীর 'নতুন সম্পর্ক'-এর কথাও।
খাতায় কলমে এখনও তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী। যদিও আদালতে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। এবার এক ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে রোশন সিং। তাঁর প্রশ্ন, “কেন প্রতিবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় ও”। রোশনের এই ‘ও’ কি আদপে শ্রাবন্তীই। স্টোরি পোস্ট হতেই নেটিজেনদের একাংশের অনুমান তেমনটাই।
রোশন নাম উল্লেখ করেননি। উল্লেখ নেই শ্রাবন্তীরও। কিন্তু বিগত বেশ কিছু মাস ধরেই শ্রাবন্তীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটনা নেটপাড়ায় অজানা নয়। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে শ্রাবন্তীর ‘নতুন সম্পর্ক’-এর কথাও। জানা গিয়েছিল ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও অভিনেত্রী সেই খবর স্বীকার করেননি। তবে স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মহলে শোনা গিয়েছিল রোশনের বিরুদ্ধে সঙ্গমে অক্ষমতার অভিযোগ এনেছিলেন শ্রাবন্তী।
প্রসঙ্গত, গত বছর জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে শ্রাবন্তীর সঙ্গে থাকার আবেদন করে মামলা করেছিলেন রোশন সিং। তার জবাবেই বিবাহ বিচ্ছেদের মামলার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। অন্যদিকে হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কথা বলে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রোশন সিং। এর পরে বেশ কয়েকবার শুনানির পর ১৬ সেপ্টেম্বর রোশন সিং-এর আইনজীবীর কাছে নতুন করে জবাব পৌঁছয়। আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশনের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন অভিনেত্রী।
জুন মাসে রোশনের করা পিটিশনে লেখা ছিল যে, ১২ এপ্রিল ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন রোশন। তার উত্তরে ২৬ এপ্রিল শ্রাবন্তী জানিয়েছিলেন, যে তিনি রোশনের সঙ্গে কোনও ভাবেই বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না। এই ঘটনার পর শিয়ালদহের ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা দায়ের করেন রোশন। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গেই দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে চান। তার মনে শ্রাবন্তীর জন্য কোনও তিক্ততা নেই, এমনটাই সে সময় জানিয়েছিলেন রোশন। যদিও পরবর্তীতে ঘনিষ্ঠ মহলে নানা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তারই কি বহিঃপ্রকাশ এই পোস্ট? রোশন খোলসা করেননি, তবে সম্পর্কের তিক্ততা যে চরমে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- Radhe Shyam: মনের মতো হয়নি ছবি… ‘রাধেশ্যাম’ দেখে বাড়ি ফিরেই চরম সিদ্ধান্ত যুবকের