Sreelekha Mitra: শ্রীলেখাকে ‘ভার্জিন’ বললেন এক নেটিজ়েন; তবে ভুল বানান দেখে চূড়ান্ত সিদ্ধান্ত অভিনেত্রীর

Sreelekha Mitra: ব্যক্তি দুটি আগুনের ইমোজি শেয়ার করেছেন এবং ইংরেজি হরফে ভুল বানানে শ্রীলেখার উদ্দেশে লিখেছেন, 'Vergin lagce tmke'...

Sreelekha Mitra: শ্রীলেখাকে 'ভার্জিন' বললেন এক নেটিজ়েন; তবে ভুল বানান দেখে চূড়ান্ত সিদ্ধান্ত অভিনেত্রীর
শ্রীলেখা মিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 4:32 PM

সোশ্য়াল মিডিয়ায় ভীষণই অ্যাকটিভ বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজেকে ভালই মেলে ধরেন তারকা। সব কিছু নিয়েই তিনি পোস্ট করেন। প্রকাশ করেন তাঁর মূল্যবান মতামত। তাতে অনেককে পাশেও পান। কিন্তু তিনি ‘নন-সেন্স’ সহ্য করতে পারেন না। ফলে বেফাঁস মন্তব্যের উচিত জবাবও দেন জোর গলাতেই। যেমন এবার ঘটে গেল। তাঁরই একটি পোস্টের নীচে এক নেটিজ়েনের বক্তব্য ছিল ‘ভার্জিন লাগছে তোমাকে’। সেই সঙ্গে দুটি আগুনের ইমোজি শেয়ার করেছেন সেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এবং ব্যক্তি ইংরেজি হরফে যা লিখেছেন, তা হল ‘Vergin lagce tmke’…

‘Virgin’ শব্দের এই বানান দেখে আর ঠিক থাকতে পারেননি শ্রীলেখা। সেই সঙ্গে নেটিজ়েনের মানসিকতাও তাঁর ভাল লাগেনি। গোটা বিষয়টির একটি স্ক্রিন শট নিয়ে শ্রীলেখা পোস্ট করে কমেন্টে লিখেছেন,
আমার এক পোস্টের কমেন্ট
দাদা/ভাই ভার্জিন কী করে কাউকে দেখতে লাগে যদি একটু বুঝিয়ে দেন। জিকে (জেনারেল নলেজ) আমার এ বিষয়ে খুবই কম আর আপনাদের দেখছি এবার থেকে আমায় অনলাইন স্পেলিং (বানান) ক্লাস নিতেই হবে, উপায় নেই #জনগণের সেবা (#jonogonerseba)।” শ্রীলেখার এই পোস্টের নীচে একজন লিখেছেন, “একটা রেন অ্যান্ড মার্টিনেই সবাই শায়েস্তা“।

এই ধরনের কথা সহজে হজম করার পাত্রী শ্রীলেখা মিত্র যে নন, তা তিনি ভাল করেই বুঝিয়ে দিয়েছেন পোস্টটির মাধ্যমে।