অভিনেতার আর প্রয়োজন পড়বে না, AI নিয়ে চিন্তায় বরুণ
নতুন ছবি ‘সানি সংসারি কি তুলসি কুমারী’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে AI (Artificial Intelligence) ও মেশিন লার্নিং প্রযুক্তি নিয়ে মুখ খুললেন অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী জাহ্নবী কাপুর। সোমবার মুম্বইয়ে আয়োজিত এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁরা জানান, প্রযুক্তির অপব্যবহার ভবিষ্যতে শিল্পী ও শিল্পকর্মের ক্ষতি করতে পারে।

AI নিয়ে সম্প্রতি উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। অনেকের মনেই অনেক প্রশ্ন বর্তমান। যে কোনও পরিবর্তনই কিছু ভালো ও কিছু খারাপ বয়ে নিয়ে আসে। এক্ষেত্রে কোনটার প্রভাব বেশি, তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে এখন আলোচনা বর্তমান। এবার তা নিয়ে চিন্তা প্রকাশ করলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। সম্প্রতি নিজেদের ছবির প্রচারে এসে তাঁরা বললেন– “মানব সৃষ্টিশীলতা রক্ষা করতে হবে।”
নতুন ছবি ‘সানি সংসারি কি তুলসি কুমারী’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে AI (Artificial Intelligence) ও মেশিন লার্নিং প্রযুক্তি নিয়ে মুখ খুললেন অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী জাহ্নবী কাপুর। সোমবার মুম্বইয়ে আয়োজিত এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁরা জানান, প্রযুক্তির অপব্যবহার ভবিষ্যতে শিল্পী ও শিল্পকর্মের ক্ষতি করতে পারে।
মিডিয়ার এক প্রশ্নের উত্তরে বরুণ বলেন, “প্রযুক্তি ব্যবহারের সঙ্গে বড় দায়িত্বও জড়িত। এমন দিনও আসতে পারে, যখন আর অভিনেতার প্রয়োজন পড়বে না— তাঁদের কৃত্রিমভাবে তৈরি করে ফেলা যাবে। তাই শিল্পীদের অধিকার রক্ষার জন্য কড়া আইন প্রয়োজন।”
জাহ্নবী কাপুর বলেন, “আমি নিজের অনেক ভুয়ো ছবি দেখেছি অনলাইনে। এটা শুধু অভিনেতাদের নয়, প্রতিটি টেকনিশিয়ানের ক্ষেত্রেও উদ্বেগের বিষয়। AI অনেক কিছু সহজ করে দিচ্ছে— আগে চরিত্রের লুক বা গল্প নিয়ে আলোচনা হতো, এখন তা সফটওয়্যারেই তৈরি করে দেখানো যাচ্ছে। এতে খরচ কমলেও, মানুষের সৃষ্টিশীলতাকে রক্ষা করতেই হবে।”
দু’জনেই একমত যে, প্রযুক্তির ভাল দিক আছে, তবে সেটিকে মানবিক সৃজনশীলতার বিকল্প হতে দেওয়া চলবে না। তবে কেবল তাঁরাই নন, এই প্রসঙ্গে মুখ খুলছেন অনেকেই। কীভাবে এই প্রযুক্তিকে সঠিক পথে ব্যবহার করা যায়, সেই লক্ষ্যে স্থির থাকার আর্জিই জানাচ্ছেন বর্তমানে সমাজের একাংশ।
