AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Devi Chowdhurani: গ্রামবাংলার ‘লেডি রবিনহুড’ দেবী চৌধুরাণীর এই গল্প জানতেন আগে?

Devi Chaudhurani Real Story: প্রীতিলতা ওয়াদ্দেদার, বীনা দাস বা বাসন্তী দেবীর মতো মহিলা বিপ্লবীদের বহু আগেই বাংলায় কথিত ছিল দেবী চৌধুরাণীর নাম। তাঁর লড়াইয়ের ধরন বা বিপ্লবের আঙ্গিকে দেবী চৌধুরাণীর লড়াই ঐতিহাসিকদের মনে প্রশ্ন জাগায় বারংবার, আদৌ রক্তমাংসে তাঁর অস্তিত্ব ছিল কি না―সে নিয়েও দ্বন্দ্ব প্রচুর। তবে বাঙালির কাছে প্রফুল্ল মানেই আজও সুচিত্রা সেন...

Devi Chowdhurani: গ্রামবাংলার 'লেডি রবিনহুড' দেবী চৌধুরাণীর এই গল্প জানতেন আগে?
| Updated on: Oct 16, 2025 | 1:44 PM
Share

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসভিত্তিক দেবী চৌধুরাণী মুক্তি পেয়েছে সম্প্রতি। দেবীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। তবে এই মহীয়সী নারী আসলে কে? কীভাবে ভবানী পাঠকের শিক্ষায়, নেতৃত্বে, তৎকালীন শাসকশক্তির বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন ‘দেবী চৌধুরাণী’? সালটা ১৭৭০। ১৭৫৭-এর পলাশির যুদ্ধে ব্রিটিশ রাজের সামনে মাথা নুইয়েছেন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌল্লা। তারপর থেকে ক্রমশ ব্রিটিশদের লুঠতরাজ আরও বেড়েছে। উত্যক্ত দেশবাসী। এমতাবস্থায় বিদ্রোহের প্রথম আগুন ছড়িয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ। এরই মাঝে ঘন জঙ্গলের মাঝে শ্বশুরঘর ত্যাজ্য প্রফুল্লকে ইস্পাতে পরিণত করেন ভবানী পাঠক। এক সাদামাটা, কোমলস্বভাবা নারী কীভাবে ‘ডাকাতসম্রাজ্ঞী’ হয়ে উঠলেন? আপন করেনি কেউ, তাও কীভাবে ঘুরে দাঁড়ালেন প্ৰফুল্ল? তৎকালীন অবিভক্ত বাংলার এক ছোট গ্রামে বাস করতেন এক তরুণী—নাম প্রফুল্ল।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন