AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মদ আমার একমাত্র সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায়: আক্ষেপ ববির

'অ্যানিম্যাল' ছবির কয়েকটি দৃশ্যে যেভাবে ভাইরাল হয়েছিলেন ববি, তিনি নিজেও বুঝতে পারেননি তাঁর এই লুক সাধারণের এত পছন্দ হবে। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গও তুলে ধরে। আচমকাই মাথার ওপর মদের গ্লাস তুলে তাঁর নাচ, সকলের নজর কাড়ে। আর সেই যে ববি দেওল কামব্যাক করলেন, আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। 

মদ আমার একমাত্র সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায়: আক্ষেপ ববির
| Edited By: | Updated on: Oct 09, 2025 | 3:43 PM
Share

বলিউড স্টার ববি দেওল, একটা সময় তাঁর ছবি মানেই সুপারহিট। গান থেকে শুরু করে ছবির সংলাপ, রাতারাতি ভাইরাল। তবে সেই ববি দেওলই একটা সময় নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলেছিলেন। একের পর এক ছবি ফ্লপ, হাত থেকে প্রস্তাব যেতে শুরু করে, রোজগার ছাড়াই দিনের পর দিন বাড়িতে সময় কেটেছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জীবনের এই অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার কথায়, অতীতে যখন জীবনে কোনও তিনি দেখতে পাচ্ছিলেন না, তখন মদই ছিল তাঁর একমাত্র সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায়।

ববি দেওল বলেন, “আমি যখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, তখন মদ ছিল আমার একমাত্র সঙ্গী। আমার জীবনে অনেক খারাপ সময় এসেছিল, এবং সেই সময়ে মদই ছিল একমাত্র আশ্রয়।” তার এই মন্তব্য তার ব্যক্তিগত জীবনের এক অজানা দিক তুলে ধরে। যদিও তিনি স্পষ্ট করে দেন, “এটি ছিল আমার বড় ভুল, তবে তখন ওই পরিস্থিতিতে কিছুই ভাবতে পারিনি।”

অভিনেতার সেই কঠিন সময় পরিবার ও বন্ধুদের সাহায্য না পাওয়ার বিষয়ও উঠে আসে এদিনের আলোচনায়। তবে, ববি দেওল বলেন, পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে, মদ কখনও-ই সমস্যার সমাধান নয় বরং তাঁর জীবনে আরও বিপদ তৈরি করেছে এই নেশা।

যদিও বর্তমানে তিনি এক নতুন জীবন কাটাচ্ছেন। যেখানে মদ আর কোনও জায়গা নেই। ববি দেওল তাঁর অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “জীবনকে নতুন করে দেখতে শিখেছি। এখন আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ।” তার এই উত্থান বহু প্রজন্মের জন্য এক প্রেরণা হয়ে উঠেছে।

‘অ্যানিম্যাল’ ছবির কয়েকটি দৃশ্যে যেভাবে ভাইরাল হয়েছিলেন ববি, তিনি নিজেও বুঝতে পারেননি তাঁর এই লুক সাধারণের এত পছন্দ হবে। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গও তুলে ধরে। আচমকাই মাথার ওপর মদের গ্লাস তুলে তাঁর নাচ, সকলের নজর কাড়ে। আর সেই যে ববি দেওল কামব্যাক করলেন, আর তাঁকে ফিরে তাকাতে হয়নি।