টুইঙ্কলকে বিয়ের ইচ্ছে! অক্ষয়ের ওপর কঠিন শর্ত চাপান ডিম্পল
শর্ত দিয়ে তাঁকে বিয়ে করেছিলেন অক্ষয়। পাল্টা তাঁর কাছেও এসেছিল শর্ত। এবং সেই শর্ত তাঁকে দিয়েছিলেন টুইঙ্কলের মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া।

২৩ বছর আগে বিয়ে হয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবং প্রাক্তন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্নাব। শর্ত দিয়ে তাঁকে বিয়ে করেছিলেন অক্ষয়। পাল্টা তাঁর কাছেও এসেছিল শর্ত। এবং সেই শর্ত তাঁকে দিয়েছিলেন টুইঙ্কলের মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। নানা ডাক্তারি পরীক্ষা করাতে হয় অক্ষয়কে। না হলে বিয়েটাই ভেস্তে যেত…। ২৩ বছর একসঙ্গে করেছেন এই তারকা জুটি।
বিয়ের আগে অক্ষয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর সেদিকে খুব বেশি গুরুত্ব দেননি টুইঙ্কল। তবে অক্ষয় বেশ সিরিয়াস হয়ে পড়েছিলেন এবং প্রেমিকা টুইঙ্কেলকে শর্ত দিয়েছিলেন। টুইঙ্কলের মা ডিম্পল কাপাডিয়া পাল্টা শর্ত দেন অক্ষয়কে। শাশুড়ির চাপে পড়ে একাধিক ডাক্তারি পরীক্ষা করাতে হয়েছিল অক্ষয়কে।
ডিম্পল বলেছিলেন যে, অক্ষয় যদি শারীরিকভাবে অসুস্থ না থাকেন, তা হলে মেয়ের সঙ্গে তিনি তাঁর বিয়ে দেবেন না। সেই শর্তেও জিতে যান অক্ষয়। ডাক্তারি পরীক্ষায় সম্পূর্ণ পাশ করেন। এবং তারপরই মেয়ে টুইঙ্কলের সঙ্গে তাঁর ধুমধাম করে বিয়ে দেন ডিম্পল।
