AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ন্যানি কেন অন্য টেবিলে?’ করিনার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেই…

সন্তানকে ন্যানি ও পরিবারের অন্যান্যদের কাছে রেখে চলে যান সোজা কাজে। এক্ষেত্রে ন্যানিই মূল হয়ে দাঁড়ায় শিশুদের শৈশবে। দিনভর সেই মানুষটাই আগলে রাখেন। ফলে শিশুদের কাছে তাঁরাও পরিবারের সদস্য। 

‘ন্যানি কেন অন্য টেবিলে?’ করিনার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেই...
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 5:59 PM
Share

সেলেব্রিটি মানেই ব্যস্ততা তুঙ্গে। সন্তানকে সময় দেওয়াটা সবক্ষেত্রে সম্ভবপর হয়ে ওঠে না সকলের। কেউ তাই সন্তান মানুষ করতে অভিনয় ছাড়েন, কেউ আবার সন্তানকে ন্যানি ও পরিবারের অন্যান্যদের কাছে রেখে চলে যান সোজা কাজে। এক্ষেত্রে ন্যানিই মূল হয়ে দাঁড়ায় শিশুদের শৈশবে। দিনভর সেই মানুষটাই আগলে রাখেন। ফলে শিশুদের কাছে তাঁরাও পরিবারের সদস্য।

কোলের সন্তানকে ছেড়ে করিনা কাপুর খানকেও যেতে হয় বাইরে। তাঁর দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর বড় হয়েছে ন্যানিদের কাছেই। মাঝেমধ্যেই ন্যানিদের কোলে তাঁদের ছবি ভাইরালও হয়েছে। মায়ের চেয়ে বেশি সময় যার সঙ্গে কাটিয়েছে সেই ন্যানির সঙ্গে হওয়া এক ঘটনা নিয়ে প্রশ্ন করে মা’কে বেজায় বিপাকে ফেলে দিয়েছিল ছোট্ট তৈমুর। এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন খোদ করিনা।

করিনা জানান, অন্য টেবিলে খেতে দেখে একবার করিনাকেই তৈমুর প্রশ্ন করে বসে, ‘ন্যানি কেন অন্য টেবিলে?’ আর ওই ঘটনাই কার্যত চোখ খুলে দেয় তাঁর। করিনার কথায়, “এখন উনি আমাদের সঙ্গেই বসেন। তৈমুর আর জেহই ওকে আমাদের টেবিলে বসতে বলে। ওরা আমার বাচ্চাদের খেয়াল রাখেন। আমি যখন কাজ করছি তখন আমার সন্তানদের সব দায়িত্ব ওঁদেরই। তাই আমি বা সইফ যে সম্মান পাই, সেই একই সম্মান ওঁদেরও তো প্রাপ্য। আমরা একসঙ্গে বেড়াতেও যাই। নিজের সন্তানের মতো আমার সন্তানদের মানুষ করছেন সেই ব্যাপারটাকে তো আমি এড়িয়ে যেতে পারি না।”

২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সইফ ও করিনা। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। ২০২১ সালে আসে জাহাঙ্গীর। দুই সন্তান নিয়ে সুখের সংসার তাঁদের।