AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাখিকে হেনস্থা! মেজাজ হারিয়ে অভিনেতাকে বাড়ি থেকে বার করে দেন তাঁর বাবা

রঞ্জিত একবার কাপিল শর্মা শো-তে এসে জানান, তাঁর প্রথম সিনেমাতে রাখির সঙ্গে একটি অত্যন্ত খারাপ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। যে দৃশ্যে দেখা যায় রাখীকে ছবিতে হেনস্থা করা হচ্ছে। তা দেখা মাত্রই অভিনেতার বাবা, দ্বারকাপ্রসাদ বেদি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে রঞ্জিতকে বাড়ি থেকে বের করে দেন।

রাখিকে হেনস্থা! মেজাজ হারিয়ে অভিনেতাকে বাড়ি থেকে বার করে দেন তাঁর বাবা
| Edited By: | Updated on: Oct 08, 2025 | 2:35 PM
Share

বলিউডে খলনায়কের চরিত্রে অভিনয় করে যাঁরা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন রঞ্জিত। আসল নাম গোপাল বেদি। ১৯৭০ সালে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি। ২০০-রও বেশি ছবিতে এখনও পর্যন্ত কাজ করেছেন অভিনেতা। তবে খলনায়ক প্রসঙ্গে একটা বিষয় খুব মজার, তা হল পর্দায় তাঁদের বদমেজাজি অভিনয় দেখে, বাস্তবে অনেকেই মেনে নিতে পারেন না। ফলে সামনে দেখলেই কু-কথা বলে থাকেন অনেকেই। যদিও অভিনেতাদের কাছে, এটাই অভিনয়ের সার্থকতা। তাই বলে বাড়ি থেকে বার করে দেওয়া হবে? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পর্দার এই খলনায়ককে নিয়ে একবার বাস্তবেও ঘটে গিয়েছিল নাটকীয় এক ঘটনা—নিজের বাবার রাগে ঘরছাড়া হতে হয়েছিল তাঁকে।

রঞ্জিত একবার কাপিল শর্মা শো-তে এসে জানান, তাঁর প্রথম সিনেমাতে রাখির সঙ্গে একটি অত্যন্ত খারাপ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। যে দৃশ্যে দেখা যায় রাখিকে ছবিতে হেনস্থা করা হচ্ছে। তা দেখা মাত্রই অভিনেতার বাবা, দ্বারকাপ্রসাদ বেদি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে রঞ্জিতকে বাড়ি থেকে বের করে দেন। রঞ্জিত বলেন, “আমার বাবা বলেছিলেন, ‘বাপ কা নাক কাটা দিয়া’ (বাবার নাক কেটে দিলি)। তিনি রেগে গিয়েছিলেন এসব দেখে। আমি একটি মেয়েকে হেনস্থা করছি মানতে পারেননি। তিনি বলেছিলেন, ‘অভিনয় করতে হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার হতে পারতে। কিন্তু এটা কী করছো?’”

তবে বাবার বিরক্তি বা সমাজের চোখ রাঙানি রঞ্জিতকে থামাতে পারেনি। নিজের যোগ্যতায় বলিউডে এক অনন্য স্থান দখল করে নিয়েছিলেন। ৫০ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেও কখনও জড়াননি কোনও বিতর্কে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আমার শর্তে জীবন কাটিয়েছি। কোনও গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে এসেছি এবং কখনও কোনও কেলেঙ্কারিতে জড়াইনি। আমি গর্ব করে বলতে পারি, খলনায়কের ইমেজের মধ্যেও আমি সম্মানের জীবন কাটিয়েছি।”