AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বয়সের ভুল! ১৪ বছরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন করিনা? জানেন বিপরীতে ছিল কার নাম ?

কাপুর পরিবারের নিয়মানুসারে বিয়ের পর বউদের ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা ছিল, আর এই যুক্তিই কোনওভাবে মানতে পারেননি ববিতা। দুই মেয়ে, করিনা ও করিশ্মাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি। 

বয়সের ভুল! ১৪ বছরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন করিনা? জানেন বিপরীতে ছিল কার নাম ?
| Edited By: | Updated on: Jul 01, 2025 | 2:49 PM
Share

করিনা কাপুর খান। উইকিপিডিয়া বলছে তাঁর বয়স ৪০ পেড়িয়েছে। ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে আলোচনার কমতি নেই। অনেকেরই মতে তিনি নাকি বড়লোকের বখে যাওয়া সন্তান, যাকে ইংরেজিতে বলে ‘স্পয়েল্ট ব্র্যাট’। তাঁর ভক্তসংখ্যাও হাজার। তাঁকে নিয়ে রয়েছে নানা গুজবও। তবে এ সবের মধ্যেই একটি রটনা সব কিছুর ঊর্ধ্বে।

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, টিনএজার করিনার সঙ্গে নাকি ঘটে যায় এমন এক ঘটনা নিয়ে যা নিয়ে সে সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। শোনা যায়, তিনি নাকি হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। বাবা হিসেবে কার নাম উঠে আসে জানেন? তার আগে একবার ঝালিয়ে নেওয়া যাক করিনা কাপুরের ছোটবেলা। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম নেন করিনা। বাবা রণধীর কাপুরের সঙ্গে মা ববিতার সম্পর্ক মোটেও ভাল ছিল না।

কাপুর পরিবারের নিয়মানুসারে বিয়ের পর বউদের ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা ছিল, আর এই যুক্তিই কোনওভাবে মানতে পারেননি ববিতা। দুই মেয়ে, করিনা ও করিশ্মাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি। প্রথম যমুনাবাই নার্সি স্কুলে তাঁকে ভর্তি করা হলেও কিছু বছর পরেই বলিউডের বেবোকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে। সেখানেই দীর্ঘ সময় কাটান তিনি।

রটনা বলে, ওই স্কুলে থাকতে থাকতে নাকি নবম শ্রেণীতে আচমকাই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তখন তাঁর বয়স মোটে ১৪ বছর। এখানেই কি শেষ? সন্তানের বাবা হিসেবে উঠে আসে হৃতিক রোশনের নামও। তাঁর সঙ্গে করিনার যে বিশেষ সম্পর্ক ছিল এ খবর কে না জানেন?

যদিও এই ঘটনার কোনও উপযুক্ত প্রমাণ পাওয়া যায় না, তাই এ নিছকই রটনা নাকি সত্যিই ঘটেছিল এমন কোনও ঘটনা, তা এখনও ধোঁয়াশা। করিনাও কখনও এ নিয়ে মুখ খোলেননি।