AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিবারের অমতেই অমৃতাকে বিয়ে, টাকা নিয়ে নাজেহাল সইফ কী বলেন?

বর্তমানে চার সন্তানের পিতা সইফ। বিয়ের খবর নিয়ে এক আলোচনায় তিনি জানিয়ে ছিলেন, যে তিনি ভেবেই পাচ্ছেন না যে কীভাবে তাঁর চার সন্তানের খরচ সামাল দেবেন। বিবাহ বিচ্ছেদের জন্যে তাঁকে মোটা টাকা খোরপোশ দিতে হয়।

পরিবারের অমতেই অমৃতাকে বিয়ে, টাকা নিয়ে নাজেহাল সইফ কী বলেন?
| Edited By: | Updated on: Aug 11, 2025 | 4:38 PM
Share

প্রেমিকার সঙ্গে বয়সের ফারাক থাকা সত্ত্বেও পরিবারের অমতেই বিয়ে করেছিলেন সইফ আলি খান। অমৃতা সিং-কে তিনি এতটাই ভালবাসতেন। তবে দুজনের মধ্যে সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। দুটি সন্তান হওয়ার পরও ঘটে বিচ্ছেদ। এই সম্পর্কের জন্যে যেমন অনেক কিছু পেয়েছেন নায়ক, আবার হারাতে হয়েছে অনেককিছু। তেমনই এক কাহিনি একবার সইফ আলি খান সকলের সামনে তুলে ধরলেন। কেরিয়ারের শুরুতেই তাঁকে ছবি থেকে বাদ পড়তে হয়েছিল। পরিচালক কারণ হিসেবে জানিয়েছিলেন তাঁর প্রেমিকা।

তবে সইফের পরিবারের প্রতি ছিল তাঁর গভীর রাগ। টিভির পর্দায় এক চ্যাট শো-তে এসে তিনি সেই রাগ উগরে দিয়ে একাধিক তথ্য ফাঁস করে। যার মধ্যে অন্যতম হল তাঁর সন্তানদের বেড়ে ওঠা। সইফ আলি খান, কেরিয়ারের শুরুতে এক অন্য স্বাদের জীবন কাটিয়েছিলেন সইফ আল খান। যেখানে ছিল না কোনও নিয়ম শৃঙ্খলা, ছিল না কোনও নিয়ম নীতি। নিজেই একাধিকবার স্বীকার করেছিলেন সইফ।

বর্তমানে চার সন্তানের পিতা সইফ। বিয়ের খবর নিয়ে এক আলোচনায় তিনি জানিয়ে ছিলেন, যে তিনি ভেবেই পাচ্ছেন না যে কীভাবে তাঁর চার সন্তানের খরচ সামাল দেবেন। বিবাহ বিচ্ছেদের জন্যে তাঁকে মোটা টাকা খোরপোশ দিতে হয়। তারপর সংসার, সন্তান, সবটা একা হাতেই সামলে এসেছেন সইফ। তবে একটা সময় ঠিক যখন আর্থিক দিক থেকে দেওয়ালে পিঠ ঠেকে যায় সইফের। তিনি জানিয়েছিলেন, তিনি শাহরুখ খান নন, যে এত টাকা খরচ বহন করার ক্ষমতা রাখেন। তবে সইফের প্রথম পক্ষের দুই সন্তান এখন রোজগার করছেন। বাকি দুই সন্তান এখনও স্কুলের গণ্ডি পার হননি। যদিও এখন সইফ আলি খানের বিপুল সম্পত্তি। একাধিক ছবি এখন তাঁর ঝুলিতে। পাশাপাশি করিনা কাপুরও একইভাবে একের পর এক কাজ করে চলেছেন।