কোন অভিনেত্রীকে নিয়ে ছুটি কাটাতে যেতে চান দেব? নিজেই বলে দিলেন
মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির ছবি 'ধূমকেতু'। বড়পর্দায় দেব-শুভশ্রী জুটির রসায়ন যেমন চর্চিত, তেমনই প্রচার পর্বে তাঁদের রসায়ন আলোচনার কেন্দ্রে এসেছে। কারণ তাঁরা একে-অপরের প্রাক্তন। এদিকে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মিমে। অনেকে মনে করছেন, দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র-র বিষয়টা খারাপ লাগতে পারে। সম্প্রতি রুক্মিণীকে প্রশ্ন করা হয়েছিল, এই মিম নিয়ে তিনি কী ভাবছেন?

মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির ছবি ‘ধূমকেতু’। বড়পর্দায় দেব-শুভশ্রী জুটির রসায়ন যেমন চর্চিত, তেমনই প্রচার পর্বে তাঁদের রসায়ন আলোচনার কেন্দ্রে এসেছে। কারণ তাঁরা একে-অপরের প্রাক্তন। এদিকে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মিমে। অনেকে মনে করছেন, দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র-র বিষয়টা খারাপ লাগতে পারে। সম্প্রতি রুক্মিণীকে প্রশ্ন করা হয়েছিল, এই মিম নিয়ে তিনি কী ভাবছেন?
নায়িকা স্পষ্ট করে দিয়েছেন, ”আমি খুবই মজা ভালোবাসি। যতক্ষণ ছবিটা ভালো করছে, সব কিছু ঠিক আছে।” প্রচার পর্বে দেব-শুভশ্রীর কাছাকাছি আসার কারণে তাঁর কি খারাপ লেগেছে? রুক্মিণীর উত্তর, ”এটা পেশাদার জগত্। যাঁরা এরকম মনে করছেন, তাঁদের বলি, এরকম ভাবলে, আমরা অনেকটা পিছিয়ে যাব। দেব-শুভশ্রীর বিষয়টা আমি মেনে নিতে পারছি না, এটা খুব রিগ্রেসিভ ভাবনা।”
যদিও রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর রুক্মিণী মৈত্র তিনজনের কাছেই ক্ষমা চেয়ে নিয়েছেন দেব, সোশ্যাল মিডিয়াতে তাঁদের নানা ধরনের আক্রমণের মুখে পড়তে হচ্ছে বলে। রুক্মিণী অবশ্য এ কথা শোনার পর বলেন, ”দেবকে কোনওদিনই আমার কাছে ক্ষমা চাইতে হবে না।” এদিকে একটা সাক্ষাত্কারে দেবকে প্রশ্ন করা হয়েছে, কোন কো-অ্যাক্টরের সঙ্গে তিনি ছুটি কাটাতে যেতে চান? দেব এক মুহূর্ত না ভেবে বলেন, ”রুক্মিণী”। দেব আর রুক্মিণী এর আগেও বহুবার বেড়াতে গিয়েছেন একসঙ্গে। তবে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলেননি এত দিন। এবার কোনও রাখঢাক না করে, নায়ক বলেই দিলেন, তিনি রুক্মিণী মৈত্রর সঙ্গেই বেড়াতে যেতে চান।
