AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অসম-বাংলা কেন প্রিয়, TV9 বাংলাকে জানিয়েছিলেন জুবিন

সিঙ্গাপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কথায় বলে শিল্পীর জীবন বড়ই যন্ত্রণার। এক বুক অভিমান ছিল জুবিনের বুকে। যে বলিউড তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল, সেই বলিউডের প্রতি ছিল চরম অভিমান। TV9 বাংলার মুখোমুখি হয়ে গায়ক বলেছিলেন...

অসম-বাংলা কেন প্রিয়, TV9 বাংলাকে জানিয়েছিলেন জুবিন
| Edited By: | Updated on: Sep 19, 2025 | 5:24 PM
Share

শুক্রবার দুপুরেই মিলল মন খারাপের খবর। না ফেরার দেশে গায়ক জুবিন গর্গ। স্কুবাই হল কাল। অকালে চলে গেলেন জনপ্রিয় গায়ক। সিঙ্গাপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কথায় বলে শিল্পীর জীবন বড়ই যন্ত্রণার। এক বুক অভিমান ছিল জুবিনের বুকে। যে বলিউড তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল, সেই বলিউডের প্রতি ছিল চরম অভিমান। TV9 বাংলার মুখোমুখি হয়ে গায়ক বলেছিলেন, “আই ডোন্ট লাইক বলিউড… (আমি বলিউড পছন্দ করি না)।” কেন? উত্তরে তিনি বলেছিলেন, “আমি পাহাড়ের মানুষ। ওরকম কংক্রিটে জীবন আমার চাই না। বলিউড মানে বম্বেতে থাকতে হবে। আর মুম্বইয়ে থাকা মানেই অর্ধেক জীবন ট্র্যাফিক জ্যামেই চলে যাবে। তার থেকে ভাল আমি পাহাড়ে থাকি, নদীর গন্ধ নিই, মাছ খাই, মাটির কাছাকাছি থাকি। একটু অন্যরকম। আমার কিছু দায়িত্ব রয়েছে।”

উত্তর-পূর্ব ভারত থেকে সাফল্য পাওয়া কতটা কষ্টকর? কতটা স্ট্রাগেল করতে হয়েছিল গায়ককে? জুবিনের বলেছিলেন, “নর্থ-ইস্ট একটু ক্রিটিক্যাল। কারণ উত্তর-পূর্ব ভারতে ব্যাপ্তি অনেকটাই। অনেকগুলো রাজ্য। আমিই সেখানে প্রথম গায়ক যিনি সব রাজ্যের জন্যই গান গেয়েছি। সব উপজাতির জন্যও গান গেয়েছি। সেই সব মানুষের কাছে পৌঁছে গিয়েছি। তবে গোটা ভারত ঘুরেও এই বাংলা-অসম এই বলয়টা আমার প্রিয়। অন্য রাজ্যের থেকে এই বেল্টটা অনেকটা অন্য।” কাজ কম পাওয়া নিয়ে প্রশ্ন তোলাতেই হাসি মুখে দিয়েছিলেন উত্তর। বিতর্ক এড়িয়ে বলেছিলেন, “এ সব বললে কিচ্ছু যায় আসে না। আমি ওখানে (অসম) রাজার মতো থাকি।”

তবে কলকাতা ছিল তাঁর বেশ পছন্দের জায়গা। কতটা মিল খুঁজে পেতেন নিজের শহরের সঙ্গে? উত্তরে জুবিন জানিয়েছিলেন, “আমি তো বলি আমি আধা বাঙালি। ছোটবেলা থেকে বাঙালি-অসমিয়া মিলিয়ে একসঙ্গে বড় হয়েছি। এরপর যখন বাংলা গান গাইলাম, অসমিয়া গান গাইলাম, আমার কিন্তু একই রকম লেগেছে, কিচ্ছু আলাদা মনে হয়নি।”

এই তো সেদিনের কথা, TV9 বাংলার সঙ্গে গায়কের জমেছিল আড্ডা। আর আজ সব শেষ। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে শিল্পী জগতে। শোকস্তব্ধ বলিউড থেকে টলিউড। শিল্পীর আত্মার শান্তি কামনায় ভরে উঠছে নেটপাড়ার কমেন্ট বক্স।