AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Health Tips: কলা কখন খাওয়া ভাল, কোন সময়ে খাওয়া বিষপানের সমান?

Daily Habits: কলাতে আছে ভরপুর পুষ্টিগুণ। এতে থাকে পটাশিয়াম, ভিটামিন B6, ফাইবার এবং ম্যাগনেশিয়াম। আবার বেশি কলা খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য মোটে ভাল নয়। কিন্তু আপনি কখন কলা খাচ্ছেন তার ওপর নির্ভর করে এর প্রভাব। কখন কলা খাওয়া ভাল?

Health Tips: কলা কখন খাওয়া ভাল, কোন সময়ে খাওয়া বিষপানের সমান?
Image Credit: Getty Images
| Updated on: Sep 04, 2025 | 2:29 PM
Share

কলা অনেকেরই প্রিয় ফল। এই ফলের আছে নানা স্বাস্থ্যগুণও। বিশেষ করে যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাঁদের জন্য নিয়মিত একটি করে কলা খাওয়া অত্যন্ত উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা অন্ত্রকে ভাল রাখতে সাহায় করে। কলাতে আছে ভরপুর পুষ্টিগুণ। এতে থাকে পটাশিয়াম, ভিটামিন B6, ফাইবার এবং ম্যাগনেশিয়াম। আবার বেশি কলা খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য মোটে ভাল নয়। কিন্তু আপনি কখন কলা খাচ্ছেন তার ওপর নির্ভর করে এর প্রভাব। কখন কলা খাওয়া ভাল?

ব্রেকফাস্টের আগে

ব্রেকফাস্টের আগে বা ব্রেকফাস্টের অংশ হিসেবে একটি কলা খেলে সকালবেলার খিদে নিয়ন্ত্রণে থাকে। একটি কলায় প্রায় ৩ গ্রাম ফাইবার থাকে, আর কম পাকা কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ হজমে সাহায্য করে ও পেট ভরা রাখে। এছাড়া কলার পটাশিয়াম ও ভিটামিন B6 শরীরে শক্তি, মেটাবলিজম ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

ব্যায়ামের আগে প্রাকৃতিক এনার্জি

ব্যায়ামের আগে তাড়াতাড়ি শক্তি চাই? কলা একেবারে উপযুক্ত। এতে থাকা কার্বোহাইড্রেট মাত্র ১৫–৩০ মিনিটে হজম হয়ে যায়, ফলে দ্রুত এনার্জি মেলে। এ কারণেই জিমপ্রেমীদের প্রিয় ফল কলা। এতে থাকা কার্বোহাইড্রেট ও পটাশিয়াম একসাথে পেশির কাজকর্মে সহায়তা করে।

হজমে সহায়ক

খাবারের সঙ্গে কলা খেলে হজম সহজ হয় এবং অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়। কাঁচা কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ প্রিবায়োটিকের কাজ করে। তবে খেয়াল রাখতে হবে—যদি শুধু কলা খান, তাহলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে, বিশেষত যদি আপনি সংবেদনশীল হন। তাই কলার সঙ্গে প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাট (যেমন দই বা বাদাম) খেলে এনার্জি ধীরে ধীরে শরীরে মুক্তি পায়।

সন্ধেবেলা

ঘুম আসছে না? একটি কলা হয়তো সমাধান হতে পারে। এতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম পেশি শিথিল করে, আর ভিটামিন B6 মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে—যা ঘুম নিয়ন্ত্রণে কার্যকর।

কখন খাওয়া উচিত নয়?

অনেক বিশেষজ্ঞের মতে খুব পাকা কলা খালি পেটে খেলে হঠাৎ এনার্জি বাড়ে আবার দ্রুত কমে যায়, ফলে শরীর দুর্বল লাগতে পারে। কারও কারও ক্ষেত্রে হজমের সমস্যাও হতে পারে। তাই খালি পেটে শুধু কলা না খেয়ে, সঙ্গে কিছু প্রোটিন বা ফ্যাট খাওয়া ভালো। কলা নিঃসন্দেহে একটি স্বাস্থ্যকর দৈনিক নাশতা, তবে সময় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।