AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pregnancy Unknown Facts: গর্ভাবস্থায় মায়ের শরীরের জীবাণু শিশুকে প্রভাবিত করে!

Pregnancy Facts: গর্ভাবস্থায় মায়ের শরীরে যে মাইক্রোবায়োম থাকে, তা শিশুকে প্রভূত প্রভাবিত করে। ভ্রূণের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধী ক্ষমতাকে যেমন শক্তিশালী করে, পাশাপাশি মস্তিষ্কের নিউরোনদের ‘ওয়্যারিং’-এও প্রভাব ফেলে। মায়ের অন্ত্রাশয় ও প্রজনন অঙ্গের ব্যাকটেরিয়া আদতে শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে নানাবিধ সংকেত পাঠায়। সেই অনুযায়ী কাজ করে শরীরের বেশ কিছু হরমোন...

Pregnancy Unknown Facts: গর্ভাবস্থায় মায়ের শরীরের জীবাণু শিশুকে প্রভাবিত করে!
| Updated on: Sep 14, 2025 | 1:49 PM
Share

একজন মায়ের শরীর শুধু শিশুকে জন্ম দেয় না, তাকে গড়ে তোলে ভিতর থেকে। আর এখানেই মায়ের শরীরে চলে নানাবিধ জৈবিক ক্রিয়া। তবে জানেন কি? মায়ের শরীরের অন্দরে যে কোটি কোটি মাইক্রোবায়োম ঘুরে বেড়ায়—তারা আসলে শিশুর মস্তিষ্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে! মা ও শিশুর সম্পর্কটা আমাদের জীবজগতের সকল সম্পর্কের মধ্যে সবচেয়ে আদি। মায়ের জরায়ুতে ভ্রূণ যখন ক্রমশ বড় হয়, একটা প্রাপ্তবয়স্ক শরীরের সকল শারীরবৃত্তীয় প্রক্রিয়ারই প্রভাব পড়তে পারে শিশুর উপর। আর এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাতৃদেহের মাইক্রোবায়োমরা। জীবাণু-ব্যাকটেরিয়া তো শুনেছেন। ভাবছেন এটা আবার কিই! আমাদের প্রত্যেকের শরীরে আছে লক্ষ কোটি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস—যাদের আমরা একত্রে বলি ‘মাইক্রোবায়োম’। ভাবলে অবাক হয়ে যাবেন―আমাদের শরীরে থাকা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন