AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sleep Patterns: কাজে বসলেই বিছানা টানে শরীর? সাবধান! অতিরিক্ত ঘুম ডাকতে পারে ‘মৃত্যুদূত’…

Health News: ওষুধের প্রভাবে অতিরিক্ত ঘুম পেতে পারে। অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার জন্য শরীরকে সঠিক রিস্টার্ট নিতে হয়, তখন বাড়তি ঘুমের প্রয়োজন হতে পারে। আবার, অসুস্থ ব্যক্তিদের ঘুম কম হওয়াটাও স্বাভাবিক। শারীরিক অসুস্থতার কারণেই অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না।

Sleep Patterns: কাজে বসলেই বিছানা টানে শরীর? সাবধান! অতিরিক্ত ঘুম ডাকতে পারে 'মৃত্যুদূত'...
| Updated on: Oct 02, 2025 | 9:34 AM
Share

সারাদিন আপনার স্ক্রিনটাইম ১০ ঘণ্টা, কফি খেলেন অনবরত। ব্যাস, রাতে বিছানায় শুয়ে শুধু এপাশ-ওপাশ। ঘুম আর এল না। অথবা দুয়ারে পরীক্ষা? বইয়ের পাতায় বা PDF পড়েই কেটে গেল সারা রাত! অথবা নতুন কোনও ওয়েব সিরিজ় চালিয়ে চোখটা সেই আটকেই গেল, রাতের ঘড়ির কাঁটা কখন যে ঘুরে যায়, হিসাব থাকে না আসলে। রাতে ঘুমলে পরের দিন সকাল থেকে চোখেমুখে তার স্পষ্ট ছাপ পড়ে। অল্প কাজেই ক্লান্ত হয়ে শরীর। চোখের নীচে কালি জমে, মাথা ভার হয়ে থাকে। কম ঘুমের এটুকু পার্শ্বপ্রতিক্রিয়া আমাদের সবারই জানা। কিন্তু একবার ভাবুন তো, ঘুম যদি বেশি হয়? সেটা যে আরও বেশি বিপজ্জনক, তা জানেন? প্রত্যেকেরই একটা করে জৈবিক ঘড়ি থাকে।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন