AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bronchial Thermoplasty: প্রয়োজন ফুরোচ্ছে ইনহেলারের, খেল দেখাচ্ছে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি! বিষয়টা কী?

Bronchial Thermoplasty: অ্যাজমা শ্বাসযন্ত্রের এমন এক দীর্ঘমেয়াদি রোগ যেখানে ফুসফুসের শ্বাসনালী (ব্রঙ্কিয়াল টিউব) প্রদাহগ্রস্ত হয়ে পড়ে। হঠাৎ সংকুচিত হয়ে যায়। সাধারণত এ সমস্যার চিকিৎসায় ইনহেলার বা ওষুধ দেওয়া হয়। তবে তাতে সারা জীবন খেতে হতে পারে ওষুধ বা ইনহেলার। এখানেই আশা দেখাচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি।

Bronchial Thermoplasty: প্রয়োজন ফুরোচ্ছে ইনহেলারের, খেল দেখাচ্ছে ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি! বিষয়টা কী?
Image Credit: shutterstock
| Updated on: Aug 19, 2025 | 6:45 PM
Share

অ্যাজমা শ্বাসযন্ত্রের এমন এক দীর্ঘমেয়াদি রোগ যেখানে ফুসফুসের শ্বাসনালী (ব্রঙ্কিয়াল টিউব) প্রদাহগ্রস্ত হয়ে পড়ে। হঠাৎ সংকুচিত হয়ে যায়। সাধারণত এ সমস্যার চিকিৎসায় ইনহেলার বা ওষুধ দেওয়া হয়। তবে তাতে সারা জীবন খেতে হতে পারে ওষুধ বা ইনহেলার। এখানেই আশা দেখাচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি (Bronchial Thermoplasty বা BT)।

ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি কী?

ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি একধরনের নন-সার্জিকাল চিকিৎসা। এই পদ্ধতিতে ফুসফুসের শ্বাসনালীর ভেতরে একটি বিশেষ ক্যাথেটার ঢুকিয়ে নিয়ন্ত্রিত তাপ (radiofrequency heat energy) প্রয়োগ করা হয়। এই তাপে শ্বাসনালীর দেয়ালে যে অতিরিক্ত মসৃণ পেশি (smooth muscle) থাকে, তা ধীরে ধীরে পাতলা হয়ে যায়। ফলে নালী সংকুচিত হওয়ার প্রবণতা অনেক কমে যায়।

সহজভাবে বললে, যাদের শ্বাসনালী বারবার হঠাৎ সঙ্কুচিত হয়ে শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়, এই প্রক্রিয়ায় তাঁদের শ্বাসনালীর অতিরিক্ত টান কমিয়ে দেওয়া হয়। এতে শ্বাস নেওয়া সহজ হয় এবং ঘন ঘন ইনহেলারের প্রয়োজন কমে আসে।

কীভাবে কাজ করে?

প্রথমে রোগীকে হালকা অ্যানেস্থেশিয়া দেওয়া হয় যাতে জায়গাটি শিথিল হয়ে যায়। এরপর একটি ব্রঙ্কোস্কোপ নামের যন্ত্র চিকিৎসক ফুসফুসের শ্বাসনালীতে প্রবেশ করান। ব্রঙ্কোস্কোপের সঙ্গে যুক্ত ক্যাথেটারের মাধ্যমে নিয়ন্ত্রিত তাপ (প্রায় ৬৫ ডিগ্রি সেলসিয়াস) দেওয়া হয়। শ্বাসনালীর দেয়ালে থাকা অতিরিক্ত পেশি এই তাপে ক্ষুদ্র হয়ে যায় ও স্থায়ীভাবে কমে যায়।

এই পদ্ধতিতে ভবিষ্যতে শ্বাসনালী অতিরিক্ত সংকুচিত হওয়ার প্রবণতা হ্রাস পায়। রোগীর শ্বাস সহজ হয় এবং ইনহেলার ব্যবহারের সংখ্যা কমে যায়।

এই চিকিৎসা সাধারণত তিনটি ধাপে করা হয় – প্রতিটি সেশন প্রায় ৩০–৪০ মিনিট সময় নেয় এবং কয়েক সপ্তাহের ব্যবধানে সম্পন্ন হয়।

ইনহেলারের প্রয়োজনীয়তা কীভাবে মেটায়?

এই থেরাপি করার পর অ্যাজমার আক্রমণ অনেকাংশে হ্রাস পায়, ফলে জরুরি ইনহেলারের ব্যবহার কমে যেসব রোগীকে নিয়মিত বেশি মাত্রায় ইনহেলার বা স্টেরয়েড নিতে হয়, তাদের ক্ষেত্রে BT করার পর ওষুধের ডোজ উল্লেখযোগ্যভাবে কমে আসে। গুরুতর শ্বাসকষ্টের জন্য বারবার হাসপাতালে যেতে হয় না, কারণ শ্বাসনালী আগের মতো সহজে সংকুচিত হয় না। রোগী শারীরিক কাজে স্বাভাবিকভাবে অংশ নিতে পারে, হাঁপানির কারণে ঘন ঘন থেমে যেতে হয় না।

কারা এই চিকিৎসা নিতে পারেন?

যাদের মাঝারি থেকে গুরুতর মাত্রার অ্যাজমা আছে। প্রচলিত ইনহেলার ও ওষুধে নিয়ন্ত্রণে আসছে না। বারবার জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।

ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এক উল্লেখযোগ্য অগ্রগতি। এটি কোনও সার্জারি নয়, বরং ব্রঙ্কোস্কোপের মাধ্যমে ফুসফুসের শ্বাসনালীতে তাপ প্রয়োগ করে শ্বাসনালীর সংকোচন প্রবণতা কমিয়ে আনে।