Vietnam Man: ৮০ বছরের এই বৃদ্ধ টানা ৬০ বছর ঘুমোননি এক ফোঁটাও, চিকিৎসক জানালেন কেন এমনটা হয়?
Health News: নাকের ঘুমের সমস্যা বুঝতে এই ইউটিউবার অ্যারিজোনা থেকে দক্ষিণ ভিয়েতনাম পর্যন্ত একটানা হেঁটে গিয়েছিলেন। সেখানে ১ সেকেন্ডের জন্যেও তিনি নাককে চোখের পাতা ফেলতে দেখেননি
এমন সুন্দর বৃষ্টির আবহাওয়াতে বসে থাকলেই ঘুম পেয়ে যাচ্ছে। তার উপর শনিবার। আর তাই না ঘুমিয়ে না আলসেমি করে দিন কাটাচ্ছেন না এরকম মানুষের সখ্যা নেহাতই খুব কম। আর যাই হোক ঘুমের সঙ্গে কোনও রকম আপোষ করা যায় না। ঘুম পেলে ঘুমোতেই হবে। শরীরের জন্য ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে। ঘুম ঠিক ভাবে না হলে শরীরেরই দফারফা। একগুচ্ছ সমস্যা এসে জুড়ে বসবে শরীরে। তবে এই ব্যক্তি টানা দুবছর ধরে দু চোখের পাতা এক করেননি। ভাবতে পারছেন! ভিয়েতনামের বাসিন্দা ৮০ বছরের থাই নাক। ছোটবেলায় তাঁর একবার খুব জ্বর হয়েছিল। আর এর পর থেকে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারেন না এই ব্যক্তি। ১৯৬২ সাল থেকে তিনি এরকম না ঘুমিয়েই আছেন।
নাকের পড়শিরা কখনও তাঁকে ঘুমোতে দেখেননি। প্রচুর ডাক্তার দেখিয়েছেন তিনি। অনেক রকম টেস্টও হয়েছে। কিন্তু কোথাও কিছু ধরা পড়েনি। এমনকী কেই প্রমাণও করতে পারেননি যে নাক কখনও বিশ্রাম নিচ্ছেন। একটানা ইনসমনিয়ার সমস্যায় ভুগছেন নাক। তবে একটানা না ঘুমনোর ফলে নাকের যে কোনও শরারীরিক সমস্যা রয়েছে এমনও নয়। বিখ্যাত এক ইউটিউবার নাকের উপর একটি ভিডিয়ো বানিয়েছিলেন। সেখানে তিনি বলেন- ‘অনেক বছর আগে আমি নাকের সম্বন্ধে শুনতে পাই। তখন থেকেই তাঁর সঙ্গে আলাপ করার উৎসাহ ছিল। বিশেষত এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে একজন মানুষ কী ভাবে জেগে থাকতে পারেন আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। ওই সালে আমার বাবার জন্ম হয়েছিল। সেই ১৯৬২ সাল থেকেই তিনি সম্পূর্ণ জেগে। এটি এক রকম বিরল অসুখ। অনেকেই বলেন, যুদ্ধের আতঙ্ক থেকেই নাক ঘুমোতে পারেন না’। নাকের ঘুমের সমস্যা বুঝতে এই ইউটিউবার অ্যারিজোনা থেকে দক্ষিণ ভিয়েতনাম পর্যন্ত একটানা হেঁটে গিয়েছিলেন। সেখানে ১ সেকেন্ডের জন্যেও তিনি নাককে চোখের পাতা ফেলতে দেখেননি।
নাক জানান, সারাদিন গ্রিন টি আর রাইস ওয়াইন খেয়ে থাকেন বলে তিনি এত কাজ করার এনার্জি পান সারাদিনে। ভিয়েতনামের যুদ্ধে তাঁর হাত কাটা গিয়েছিল। ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। আর তাই Post-traumatic stress disorder তাঁর ঘুম-নেই সমস্যার কারণ বলেও মনে করেন অনেকে। ভোর ৪টের সময় অনেকবার ঘুমনোর চেষ্টা করেছেন নাক, এমনকী তিনিও চান সাধারণ মানুষের মতই ঘুমোতে। কিন্তু কিছুতেই তা পারছেন না।